01-05-2023, 10:14 PM
(01-05-2023, 07:16 PM)Baban Wrote: তোমার এই গপ্পের প্রথম অংশ পড়ে ভাবলাম একি! এযে আমার মনের কথা দাদা লিখে ফেলেছে দেখছি। তোমার সৃষ্টি আর আমার কিছু কথা ছিল মনে এই যা তফাৎ। কিন্তু শুধুই সেটা কেন? ইরো গল্পেরও আর ব্যাপক কিছু বলার আমার নেই হয়তো। ৩৫ খানা গল্পের থ্রেড। তার মধ্যে বড়ো ছোট অনু কবিতা সব মিলিয়ে ৯০ অধিক আজব সব লেখা লিখে ফেলেছি আমি। তাই হয়তো সেইভাবে হাতে চুলকানি হয়না আজকাল।
তবু মাঝে মাঝে যেই হাত চুলকায়, মাথার পোকা নড়ে ওঠে অমনি কিছু একটা লিখে ফেলি। এই যেমন আমার শেষ অনু গল্পটা - ক্ষত। হটাৎ চোখের সামনে একটা গল্প মগজ তৈরী করে ফেললো আর হাত সেটাকে ছাপিয়ে ফেললো। এটা নিশ্চই তোমার সাথেও হয়। তবে আজকাল এটা আর ঘন ঘন হচ্ছেনা এটাই যা। ওদিকে আমাদের পাঠকেরাও চাইছে তাদের জন্য বড়ো কিছু নিয়ে আসি কিন্তু আমার যা বলার তা বোধহয় বলা হয়ে গেছে। গসিপির খাতায় আর পাঠক বুকে জায়গা করে নিতে পেরেছি এই তো আসল প্রাপ্তি। ♥️
শেষে বলবো কন্টেন এর নামে আশেপাশের রঙ দুনিয়াটা যেভাবে ফুটিয়ে তুললে তা লাজবাব। শেষের লাইনের ক্ষেত্রে বলবো বরে মিয়াকে মাঝে মাঝে ঠকতেই হয় যাতে ছোট মিয়া সে ভুল না করে। তাছাড়া অনেক সময় ঠকাতেই আসল সুখ।
খুব সুন্দর করে বললে। আসলে সুখের সময় মন যখন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, দুঃখের দিনে মন যখন ভারাক্রান্ত হয়, আবার কোথাও কোনো অন্যায় দেখলে মন যখন প্রতিবাদী হয়ে ওঠে .. তখনই তো প্রকৃত লেখকের কলম হয়ে ওঠে তার মনের ভাব প্রকাশের একমাত্র হাতিয়ার। তাই একটাই অনুরোধ, বড় অর্থাৎ উপন্যাস না হোক ছোট গল্পের আকারেই তোমার অনবদ্য সৃষ্টি চলতে থাকুক।