01-05-2023, 11:47 AM
(This post was last modified: 01-05-2023, 01:51 PM by মহাবীর্য দেবশর্মা. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-04-2023, 11:31 PM)sudipto-ray Wrote: আগের আপডেটটা পুনরায় পড়ি। তারপর নতুনটা।
এত গ্যাপ হলে চলে দাদা!!!
একটা পুরোনো প্রবাদ আছে জানেন তো, ভাল জিনিস চটজলদী তৈরী হয় না, সেটা তৈরী হতে সময় লাগে। দেখলেন না ধর্মার সুপটু রান্না তৈরী হতে কতটা সময় নিল । ফেব্রুয়ারীর শেষের দিকে এই উপন্যাস শুরু হয়েছিল ঠিকই কিন্তু এখনও অবধি পাঠকরা একবারও উপন্যাসটাকে ট্রেন্ডিং পেজের বাইরে যেতে দেন নি। একটানা প্রথম পাতায় নিজের অস্তিত্ব ধরে রেখেছে ধুম্রগড় । এমনকি এই সেদিন দ্বিতীয় আপডেট আসার আগের দিন অবধি 4 স্টার রেটিং ধরে রেখেছিল ধুম্রগড়। আমার 98 রেপুটেশনের মধ্যে প্রথম দুটো পর্বই কিন্তু 69 টা রেপুটেশন এনে দিয়েছে। আর মন্তব্যের সংখ্যা তো দেখতেই পাচ্ছেন। মাত্র শেষ দুটো আপডেটেই 7টা পেজ শুধু কমেন্টে ভরা। এই উজাড় করে দেওয়া আপনাদের ভালবাসা পাওয়া কিন্তু সবই সম্ভব হয়েছে উপন্যাসটাকে বাগিয়ে গুছিয়ে লেখার জন্য পর্যাপ্ত সময় নেওয়ার জন্য। কিছু পাঠক অবশ্যই অধৈর্য হয়েছেন কিন্তু হালনাগাদ হওয়ার সাথে সাথে ক্ষমাও করে দিয়েছেন। যদি অপেক্ষার ফল মিঠে না হয় সেক্ষেত্রে অভিমান করতেই পারেন কিন্তু মনে হয় না আপনাদের অপেক্ষা সার্থক হয়নি এমনটা আদৌ হয় নি। আর দ্বিতীয় পর্ব থেকে তৃতীয় পর্বের সময়টা কিন্তু খুব বেশী নয়, তাই মনে হয় আপনার আগের আপডেট পড়তে হবে কথাটা রূপক অর্থেই বলা, এবং আপনার এই অভিমান করার কারণও আমি জানি । আর সেকারণেই প্রকৃত কারণটা আপনাকে খুলে বললাম। আমি গল্প লিখি ভালবাসা থেকে, সেটাকে ভালবাসা হিসাবেই রাখতে চাই। ধুম্রগড় গতকাল তৃতীয় আপডেট আসার আগে 24578 এর কাছাকাছি পঠিত হয়েছিল, আপডেট আসে রাত এগারোটা নাগাদ, আর এখন আপনাকে যখন এই মতামত জানাচ্ছি তখন বেলা সাড়ে এগারোটা। এই বারো ঘণ্টার মধ্যেই সেটা 26600 ঢুকে গেছে। এটাই মনে হয় ধুম্রগড়ের দীর্ঘ অপেক্ষার সার্থকতা । বলা বাহুল্য এই স্বল্প সময়ের মধ্যে দুইহাজারি পাঠকের মধ্যে আপনিও আছেন আর আপনার উৎসাহই আমার পাথেয়। নাহয় লাগল একটু সময় তবুও মিঠে স্বাদখানা থাকুক নাহয়। এভাবেই চলুক মহাবীর্য্যের কলম আর উৎসাহ দিতে থাকুক সুদীপ্তরা।