01-05-2023, 10:56 AM
(29-04-2023, 08:28 PM)Bumba_1 Wrote:those lines are just awesome
বিয়ের ঠিক আগের দিন সকাল সকাল একদম মিলিটারি সাঁজোয়া গাড়ির মতন একটি টেম্পো এসে দাঁড়ালো চিরন্তনের কোয়ার্টারের সামনে। লোকজন টেম্পো থেকে নেমে খাট, ড্রেসিংটেবিল ইত্যাদি সাজিয়ে চলে গেলো। ওরা চলে যাওয়ার পর বাথরুমে ঢুকে চিরন্তন দেখলো তার হাতমাটি করার সাবানটি খুঁজে পাওয়া যাচ্ছে না .. সম্ভবত চুরি গিয়েছে। চুরির ইতিহাসে বোধহয় এই প্রথম কেউ কারোর হাতমাটি করার সাবান চুরি করলো।
যাইহোক, চিরন্তন দেখলো তার কোয়ার্টারটি একটি ব্যাচেলর রুম থেকে হঠাৎ করেই সংসারী মানুষের রুমে রূপান্তরিত হয়েছে। কিন্তু একটা ব্যাপারে সমস্যা থেকেই গিয়েছিলো। হাজার চেষ্টাতেও পায়খানার প্যান একদম সাদা হচ্ছিলো না। বেশ কিছু এমন কঠিন দাগ রয়ে গিয়েছিল .. যেগুলো দৃঢ়তার সঙ্গে প্রতিজ্ঞা নিয়েছিল যে তারা ওখানেই অবস্থান করবে। ছোটবেলা থেকে অজস্র হিন্দি ক্রাইম সিরিয়াল এবং সিনেমা দেখার ফলে চিরন্তন মনে মনে ভাবলো নিশ্চয় ওই প্যানে কাউকে মাথা গুঁজে খুন করা হয়েছে, এগুলো সেই ব্যক্তির রক্তের দাগ। স্টোর ম্যানেজার বি.এল. পাঞ্চোলিকে এ'কথা বলতেই উনি ছুটে এসে সবকিছু দেখে শুনে বললেন, "না ভায়া, কোনো খুন-টুন হয়নি।" তারপর উনি এক অভিজ্ঞ জমাদার নিয়ে এলেন। জমাদার সেই দাগ একেবারে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে দিলো। নতুন সংসার শুরু করার আগে পায়খানার প্যান একদম পরিষ্কার ধবধবে সাদা থাকা বাঞ্ছনীয় বলেই মনে করেছিলো চিরন্তন।

