01-05-2023, 10:12 AM
(30-04-2023, 11:16 PM)Sanjay Sen Wrote: কি অসাধারণ ডিটেলিং , কি অসাধারণ গল্পের বুনট, কি অসাধারণ লেখনী -- এই পর্ব পড়তে পড়তে মনে হচ্ছিল যেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়ছি। তার সঙ্গে মহাবীর্য সুলভ যৌনতা মাখানো সুড়সুড়ি তো আছেই। সব মিলিয়ে ফাটাফাটি আপডেট। ভালো গল্পের কদর আমি সব সময় দিয়ে থাকি। আপনার ১০০ রেপুটেশন পূর্ণ করে দিলাম।
বরাবরের মতই দরাজহস্ত সঞ্জয়দা। সবার আগে তো অনেক ধন্যবাদ এই ক্ষুদ্র মহাবীর্যকে সেঞ্চুরীর স্বাদ পাইয়ে দেওয়ার জন্য। সকাল সকাল মনটা বড্ড খুশী করে দিলেন আপনি। আর ধুম্রগড়ের এই আপডেট যে আপনার মনে দাগ কাটতে পেরেছে সেটা বোধহয় এর চেয়েও বড় প্রাপ্তি। আবার আসবেন পরের পর্বে, আপনার পদধূলিই এই অধম লেখকের অহঙ্কার।