30-04-2023, 10:52 PM
এর পর পনেরো বছর কেটে গ্যাছে পুপু আমার জীবন থেকে চলে গ্যাছে সাথে নিয়ে গ্যাছে আমার মনের শান্তি আমার যৌনতা , এই পনেরো বছর আমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে সব ভুলে থাকার চেষ্টা করেছি , কোম্পানিতে আমার প্রমোশন হয়েছে আমি এখন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বিজনেস ডেভেলপমেন্ট , চিত্রাদি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দুজনেই কোম্পানির বোর্ড মেম্বার , আমার দায়িত্বের জন্য আমায় মাসের পনেরো কুড়িদিনই ট্যুরে কাটাতে হয় দেশে বিদেশে আমার হেড কোয়ার্টার মুম্বাই মাসে তিনচার দিনের বেশি কলকাতায় থাকতে পারিনা , পাপিয়ার ডিভোর্স হয়ে গ্যাছে ও এখন কলকাতায় পোস্টেড্ | একদিন মুম্বাই থেকে কলকাতায় এসে কলকাতা অফিসে কিছু কাজ সেরে ফিরছি সাদার্ন এভিনিউ হয়ে , বিবেকানন্দ পার্ক ক্রস করার সময় দেখলাম মামনি মানে পুপুর মা দাঁড়িয়ে আছেন আমি ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম গাড়ি থেকে নেমে মামনির সামনে দাঁড়ালাম '' মামনি কেমন আছো ?'' অনেকদিন পরে দেখে প্রথমে হয়তো বুঝতে পারেননি আমিই বললাম '' আমি কাজল '' মামনি বুঝতে পেরে বললেন '' আছি দিন কেটে যাচ্ছে কোনোরকমে , তুমি কেমন আছো বাবা ? '' উত্তর কি দেব আমি আবার জিজ্ঞেস করলাম '' রাস্তায় দাঁড়িয়ে আছো কেন ? কারুর জন্য ওয়েট করছো ?'' '' হ্যাঁ নাতনীটা কলেজ বাস থেকে নামবে ওকে নিতে এসেছি অন্যদিন বৌমাই আসে আজ আমি এলাম বৌমাও আসবে আমি আগে এলাম যদি বাস এসে যায় তাই '' '' সুজয়ের মেয়ে ?'' '' হ্যাঁ '' এর মাঝেই অনন্য সুজয়ের বৌও এসে গ্যাছে '' কেমন আছেন জিজু ? '' '' আছি একরকম '' বলতে বলতেই কলেজ বাসটা এসে দাঁড়ালো , বাস থেকে নামলো একটা মেয়ে বসে থাকা অন্যদের হাত নেড়ে ' টাটা ' বলে এগিয়ে এলো আমি চমকে উঠলাম মেয়েটাকে দেখে সামনে এসে যখন দাঁড়ালো আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে কানে এলো মামনির কথা '' অবিকল পুপুর মতো হয়েছে '' আমি নিজেকে কোনোমতে সামলালাম আমার দুই গাল চোখের জলে ভিজে গ্যাছে মেয়েটা আমার সামনে এসে বললো '' তোমার নাম কাজল তো ? আমি অপু সংযুক্তা '' ঠিক যেমন প্রথম পরিচয়ের দিন পুপু বলেছিলো '' তুই কাজল তো ? আমি সংগীতা পুপু '' আমি কোনোমতে মামনিকে বললাম '' মামনি আমি আসি '' আসার সময় দেখলাম মামনির চোখেও জল |
বাড়িতে ফিরে মা'কে সব বললাম , রাতে সুজয় ফোন করলো অনেকক্ষন কথা হলো , আমায় বললো '' জিজু সেই দি'ভাই চলে গ্যালো তারপর থেকে আর তুই আমাদের বাড়িতে আসিসনি আজকের ঘটনার পর মা , পাপা খুব কান্নাকাটি করছে একবার যায় অন্তত ওদের জন্য আয় '' '' যাবো কয়েকদিনের মধ্যেই যাবো অপুর সাথে দরকার আছে আমার একাউন্ট্যান্ট যাবে কিছু ডকুমেন্ট চাইবে দিয়ে দিস '' '' মানে বুঝলাম না '' '' দেখা হলে বলবো '' , সকালে মা'কে বললাম বাবাইও সামনেই ছিল '' আমি ঠিক করেছি পুপুর যা গয়না লকারে আছে সব অপুকে দেব আর পুপুর নামের শেয়ারগুলো যা পাপা ওকে দিয়েছিলো সেগুলোও অপুর নামে ট্রান্সফার করে দেব '' মা কিছু বললো না অঞ্চলে চোখ মুছলো | পরেরদিন আমায় মুম্বাই যেতে হলো |
কয়েকদিন পরে মুম্বাই থেকে ফিরলাম , ব্যাংক থেকে গয়নাগুলো তুললাম , সুজয়কে ফোন করলাম '' সন্ধ্যা বেলা থাকবি ?'' '' হ্যাঁ '' আমি আসবো আজ পুপুর জন্মদিন '' '' হুমম আজ অপুরও জন্মদিন জানিস ? আয় কথা হবে '' | সন্ধ্যাবেলা পুপুদের বাড়িতে গেলাম , পাপা চুপ করে বসে আছে সামনে গিয়ে দাঁড়াতে বললেন '' বোসো বাবা '' বসলাম সুজয় এলো '' অপুকে ডাক তো '' অপু এলো আমার পাশে বসলো '' আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম '' হ্যাপি বার্থডে সোনামা '' বলে গয়নার বাক্সটা ওর হাতে তুলে দিলাম , সুজয় জিজ্ঞেস করলো '' কি এটা ?'' '' তোর দি'ভাইয়ের গয়না গুলো এগুলো অপুরই তো পাওনা '' মামনি ডুকরে কেঁদে উঠলেন '' আজ তো পুপুরও জন্মদিন '' আমি মাথা নিচু করে বসে রইলাম |
এখন আমি খুবই ভালো আছি মনের সব ভার নেমে গ্যাছে , আগের মতোই নরমাল |
বাড়িতে ফিরে মা'কে সব বললাম , রাতে সুজয় ফোন করলো অনেকক্ষন কথা হলো , আমায় বললো '' জিজু সেই দি'ভাই চলে গ্যালো তারপর থেকে আর তুই আমাদের বাড়িতে আসিসনি আজকের ঘটনার পর মা , পাপা খুব কান্নাকাটি করছে একবার যায় অন্তত ওদের জন্য আয় '' '' যাবো কয়েকদিনের মধ্যেই যাবো অপুর সাথে দরকার আছে আমার একাউন্ট্যান্ট যাবে কিছু ডকুমেন্ট চাইবে দিয়ে দিস '' '' মানে বুঝলাম না '' '' দেখা হলে বলবো '' , সকালে মা'কে বললাম বাবাইও সামনেই ছিল '' আমি ঠিক করেছি পুপুর যা গয়না লকারে আছে সব অপুকে দেব আর পুপুর নামের শেয়ারগুলো যা পাপা ওকে দিয়েছিলো সেগুলোও অপুর নামে ট্রান্সফার করে দেব '' মা কিছু বললো না অঞ্চলে চোখ মুছলো | পরেরদিন আমায় মুম্বাই যেতে হলো |
কয়েকদিন পরে মুম্বাই থেকে ফিরলাম , ব্যাংক থেকে গয়নাগুলো তুললাম , সুজয়কে ফোন করলাম '' সন্ধ্যা বেলা থাকবি ?'' '' হ্যাঁ '' আমি আসবো আজ পুপুর জন্মদিন '' '' হুমম আজ অপুরও জন্মদিন জানিস ? আয় কথা হবে '' | সন্ধ্যাবেলা পুপুদের বাড়িতে গেলাম , পাপা চুপ করে বসে আছে সামনে গিয়ে দাঁড়াতে বললেন '' বোসো বাবা '' বসলাম সুজয় এলো '' অপুকে ডাক তো '' অপু এলো আমার পাশে বসলো '' আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম '' হ্যাপি বার্থডে সোনামা '' বলে গয়নার বাক্সটা ওর হাতে তুলে দিলাম , সুজয় জিজ্ঞেস করলো '' কি এটা ?'' '' তোর দি'ভাইয়ের গয়না গুলো এগুলো অপুরই তো পাওনা '' মামনি ডুকরে কেঁদে উঠলেন '' আজ তো পুপুরও জন্মদিন '' আমি মাথা নিচু করে বসে রইলাম |
এখন আমি খুবই ভালো আছি মনের সব ভার নেমে গ্যাছে , আগের মতোই নরমাল |