Thread Rating:
  • 57 Vote(s) - 3.09 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL ধুম্রগড় রহস্যে বড়বৌদি (চতুর্থ পর্ব প্রকাশিত)
ধুম্রগড় রহস্যে বড়বৌদি

© শ্রী মহাবীর্য দেবশর্মা

[Image: 20230307-020945-1.png]



তৃতীয় পর্বঃ পদ্মবনের হদিশ
প্রথমাংশ


"এই তাহলে সেই পোদ্দার বাড়ী!" ভাঙ্গাচোরা গোছের বিশাল পোড়ো বাড়ীটার সামনে দাঁড়িয়ে আমি  জিজ্ঞেস করলাম। বড়বৌদি শাড়ীর আঁচলটা সামলাতে সামলাতে জবাব দিল, "উঁহু! স্রেফ পোদ্দার বাড়ী বলা ভুল। বরং বলতে হবে এই সেই পদ্মবন! ধুম্রগড়ের পদ্মবন!" আমি শুনে হাঁ, "কী বল! কোথায় পদ্মবন! এখানে তো কোথাও দীঘি পুকুর কিছুই নেই!" বৌদি জবাব দিল না, বরং বাড়ীটার আশেপাশে দেখতে লাগল।
বড় প্রশস্ত সেকেলে জমিদার ঘরানার সুরম্য অট্টালিকা গোছের বাড়ীটা। বেশ কিছু জায়গায় পলেস্তারা খসে গেছে তবুও আভিজাত্য ভালই বোঝা যায়, যদিও রঙ বেশ চটকে গেছে। এদিক ওদিক কিছু ঝোপঝাড়-লতাগুল্ম জন্ম নিয়েছে, বাড়ীর চারদিকে প্রায় দু'মানুষ সমান উঁচু দেওয়াল, সামনে মস্ত লোহার ফটক! বোঝা যায়, একসময় নিরাপত্তা নিশ্ছিদ্র ছিল। বাইরে থেকে দেখলে এখনও সম্ভ্রম জাগে! একসময়ের ধুম্রগড়ের শাসক আবাস্থল এই বাড়ী! নিশীথদা বলল, "ভাবা যায়! কতশত মানুষের কষ্টেরা জীবন্ত হয়ে আনাচে কানাচে ঘুরে বেড়ায় আজও এই পোদ্দার প্রাসাদে!" আমি তখনও কান চুলকাচ্ছি, "সেসব ঠিক আছে, কিন্তু পদ্মবনের কেসটা মাথায় ঢুকছে না, নিশীথদা তুমি কিছু বুঝতে পারলে?" নিশীথদা হাসল, "না বোঝার কিছু নেই, আচ্ছা সুরঞ্জনের ঐ কবিতার শেষের দুটো লাইন মনে আছে?" আমি উত্তর দিলাম, "সেটা আর মনে না থাকে, কবিতাটা প্রায় পাঁচশো বার পড়েছি, 'লুকিয়ে আছে মনের কোণে, ধুম্রগড়ের পদ্মবনে' এটাই তো!" বড়বৌদি মনে হয় আমাদের কথা শুনছিল, "এবার এদিকে আয়, লোহার দরজার পাশের দেওয়ালে লাগানো বাড়ীর নামফলকের দিকে তাকা, বুঝতে পারবি কেন কোন দীঘি বা পুকুরের পদ্মবন নয়, আদতে পোদ্দারপ্রাসাদই হল ধুম্রগড়ের কুখ্যাত পদ্মবন!" আমি বৌদির কথাটা শুনে এগিয়ে গেলাম, নামফলকটা যদিও বেশ অস্পষ্ট তবুও পড়া যায়, 'কমল কানন'। নিশীথদা দূর থেকে বলল, "বাপান কমল অর্থে যদি পদ্ম হয় তবে কাননের অর্থ কী?" আমি কার্যত চেঁচিয়ে উঠলাম, "বন! কানন মানে তো বন! মানে ধুম্রগড়ের পদ্মবন!" নিশীথদা বলে উঠল, "আস্তে বাপান! চেঁচিয়ে সারা ধুম্রগড়কে জানাবে নাকি! ভুলে যাচ্ছো তোমাদের পিছনে ফেউ লেগেছে!" 


ফেউ! সত্যিই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম, মাত্র কয়েক ঘণ্টা আগের ব্যাপার! এসবের শুরু তো মনে হয় তখন হল, ঐ যখন শান্তিনীড়ে জল খেতে আমি নীচে নামার সময় রামুদের কথাগুলো শুনতে পেয়েছিলাম! ওদের মতলব বুঝতে পেরে আমার ভিতরে একটা চোরা হিমেল স্রোত বয়ে গেছিল, পড়িমরি করে ছুটে উপরে উঠে বৌদিকে বলতে গেলাম। কামরায় ঢুকে দেখি বৌদি সাদা ধবধবে টাওয়েলটা বুকে জড়িয়ে ভেজা চুলে বাথরুম থেকে জাস্ট বেরিয়েছে! গলায় হালকা ভাঁজের মাঝ দিয়ে নামছে বিন্দু বিন্দু জলের ফোঁটাগুলো। সাদা টাওয়েলের ফাঁক দিয়ে উঁকি মারছে বৌদির ফর্সা ধবধবে থাই, কলাগাছের মত মসৃণ ঊরু যেন ঘরের আলোকে ঠিকরে দিচ্ছে, যতদূর মনে হচ্ছে ভেতরে অন্তর্বাস নেই! যদি দৈবাৎ টাওয়েলটা খসে যায় যেটা এই মুহূর্তে আমি চাইছি ভীষণভাবে তাহলে, তাহলে হয়তো…! "কিছু বলবি?" বৌদি একটু দক্ষিণ দিকে হেলে অন্য একটা টাওয়েলে ভেজা চুল মুছতে মুছতে জিজ্ঞেস করল। প্রশ্নটা শুনে আমার সম্বিৎ ফিরল, "হ্যাঁ! না মানে বৌদি আমাদের এক্ষুণি এই হোটেল ছাড়তে হবে?" বড়বৌদি একটু থমকাল, তারপর ফের চুলটা ঝাড়তে ঝাড়তে বলল, "কেন? ওরা কী আজ রাতেই কিছু করার পরিকল্পনা করছে নাকি?" আমি হকচকিয়ে গিয়ে বললাম, "হ্যাঁ! কিন্তু তুমি কী করে জানলে? তুমি তো বাথরুমে স্নান করছিলে আর আমি তো তোমায় এখনও কিছু বলিই নি!" বড়বৌদি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসল, "সব কি বলার দরকার আদৌ আছে? মেয়েদের ভগবান একটা বাড়তি ইন্দ্রিয় দিয়ে পাঠায়, সেটা হল ইনট্যুইশন! সেটা যার যত শক্তিশালী সে তত বেশী জল মাপতে পারে! এই যেমন ধর, তোর এই মুহূর্তে মনে হচ্ছে, যদি কোনভাবে বড়বৌদির টাওয়েলটা খসে যায় তো বেশ হয়! কি ঠিক বলছি না?" আমি ঘাড় চুলকে একটু আমতা আমতা করে জবাব দিলাম, "না মানে আমি সেরকম কিছু ভাবছিলাম না!" বৌদি বাধা দিল, "থাক! থাক! বিড়াল তপস্বীদের শাক দিয়ে মাছ না ঢাকলেও চলে!" বলতে বলতে বৌদি একটা চিরুনী হাতে নিয়ে বিছানায় বসল। টাওয়েলটা জঙ্ঘার থেকে হালকা সরে গেছে, আরেকটু সরলেই হয়তো অন্ধকারের হাতছানি দেখা যাবে। আমার হৃৎকম্প শুরু হল। খানিকক্ষণ আগে রামুদের দৌলতে আর এখন বড়বৌদির মহিমাতে! এরকম বারবার মক্কার কাছাকাছি পৌঁছলে হার্টফেল হয়ে অক্কা পেতে আমার বেশীদিন লাগবে বলে মনে হয় না! বড়বৌদি খুব বিপজ্জনক পরিস্থিতি আমার সামনে রেখেছে, চোখটা কিছুতেই সরাতে পারছি না। "পরিকল্পনাটা কার? সত্যজিতের?" বড়বৌদি চুলের জটটা চিরুনী দিয়ে ছাড়াতে ছাড়াতে জানতে চাইল, আমি উত্তর দিলাম, "শুধু সত্যজিৎ নয়, তার সাথে হরিয়া নামের একজন আছে আর সবচেয়ে বেশী লাফাচ্ছে তো ঐ রামু নামের গুণ্ডাটা!" বড়বৌদির ঠোঁটের কোণে হালকা হাসি দেখা দিল, "ওহ! একেবারে গণপরিকল্পনা দেখছি!" আমি ভয়ে ভয়ে বললাম, "তোমার এতটুকু টেনশন হচ্ছে না!" বৌদি উঠে দাঁড়িয়ে আমার কাছে এগিয়ে এল, গালটা টিপে বলল, "হচ্ছে তো খুব হচ্ছে! এতজন মিলে যদি আসে তাহলে আমার বাপান সোনা রাতে দুদু খেতে পাবে না এটা ভেবে সবচেয়ে বেশী টেনশন হচ্ছে!" আমি মুখ সরিয়ে নিলাম, "যাহ বৌদি! সবসময় এমনধারা ঠাট্টা ভাল্লাগে না! চল না বৌদি পালাই!" বৌদি ঘাড় নাড়ল, "উঁহু! এখনও পালানোর সময় আসে নি, যখন সে সময় আসবে তখন নাহয় দেখা যাবে! কে কত খেলতে পারে আমিও তো জানতে চাই, স্টেডিয়াম তো সাজানোই আছে তাই না?" আমি মুখটা তিতকুটে করে কিছু বলতে যাচ্ছিলাম তার আগেই বৌদি তাড়া লাগাল, "চুপচাপ বাথরুমে ঢুকে স্নান সেরে নে! মুখে কিছু গুঁজেই বেরোতে হবে!" আমি অবাক হয়ে বললাম, "এই তো এলাম জাস্ট, এখনই কোথায় বেরোব?" বৌদি শাড়ী বের করতে করতে বলল, "আমরা এখানে ঘুরতে আসিনি বাপান সোনা, এই জায়গাটা যতটা সম্ভব জরিপ করতে হবে, এখন যা! ঝটপট স্নান সেরে আয়!" আমি আর কথা বাড়ালাম না। বাথরুমে ঢুকে গেলাম।



ধর্মার হাতের রান্না কিন্তু বেশ ভাল। স্নান সেরে বেরোতে বেরোতেই দেখলাম টেবিলে ভাত, গরমা গরম মাংসের ঝোল, বড়ি দিয়ে লাউয়ের ঝাল, সোনা মুগের ডাল, আলুপোস্ত, ডিমের ডালনা, পিয়াঁজ, চাটনি দিয়ে গেছে। বাঙ্গালীরা মিষ্টি খেতে ভালবাসে বলেই মনে হয় দেখলাম আলাদা বাটিতে দুটো করে বেসনের মিশু সন্দেশ রেখেছে। বিহার ঘেঁষা জায়গা গুলোতে দেখেছি বেসনের লাড্ডু আর বেসনের মিশুর খুব চল। ধানবাদের দিকে মিশুটা একটু লালচে করে ঘিয়ে ভাজলেও দেখলাম, এদিকের মিশুতে তেমন লাল আভা নেই বললেই চলে, আর ঘি নয় বরং দালদাতে ভাজা হয়েছে। সব মিলিয়ে মনকাড়া সুবাস! ভাতের চালটা মনে হয় রত্না ধানের হবে, একটু ছোট কিন্তু ডাঁটো গোছের। তবে সেদ্ধ ভাল হওয়ায় গরম মাংসের ঝোলের সাথে মুখে একটা বেশ বাহারী স্বাদ এল। সচরাচর হোটেল মানেই যে উগ্র মশলা তা নয়, বরং একটু ঢিমে গোছের সুপটু হাতের নিখাদ রান্না! শত্তুরের প্রশংসা করতে নেই কিন্তু এমন রান্না চাখার পর নিন্দা করলে সেটা মহাপাপ হবে! যদিও মনের ভিতরে একটা কাঁটা সমানে খোঁচাও দিচ্ছে, সেটা হল আমার মনে একটা নোংরা কল্পদৃশ্য বাসা বেঁধে নিয়েছে! কেন যে বারবার আমার অবচেতন মন আমার মাতৃসম বড়বৌদিকে নগ্ন অবস্থায় ওই পাষণ্ডগুলোর সাথে কল্পনা করছে! বুঝতে পারছি না। ছিঃ! নিজের মানসিকতায় নিজের উপরেই ধিক্কার জাগছে! মন থেকে ফালতু ভাবনাগুলোকে ঝেড়ে আমি খাওয়া শেষ করে ঝটপট জামা প্যান্ট পরে রেডি হয়ে নীচে নামতেই দেখলাম, বড়বৌদি আর সত্যজিৎ চেয়ারে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে! আমায় দেখে বড়বৌদি উঠে দাঁড়াল, "এসে গেছিস? চল বেরোনো যাক, আচ্ছা সত্যজিৎ বাবু আমরা আসছি তাহলে।" সত্যজিৎ উঠে দাঁড়াল, "আচ্ছা ঠিক আছে। তবে একটা রিকশা ডেকে দিই সুবিধা হবে!" বড়বৌদি হেসে জবাব দিল, "রিকশা কেন যখন চরণবাবুর ট্যাক্সি আছে সাথে!" সত্যজিৎ উপমাটা বুঝে হেসে ফেলল। টুকটাক দু-একটা কথা বলে আমরা বেরিয়ে এলাম।


রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খেয়াল করলাম, ধুম্রগড়ের দুর্নাম যেমনই থাকুক, এটা আর পাঁচটা এলাকার মত ঠিক নয়, বরং একটা অদ্ভুত শান্তিভাব আছে। শান্তিনীড় থেকে বেরোনোর কিছুটা পরেই দেখলাম একটা হনুমান মন্দির আছে। চাতালে একজন বসে তামুক ঘষছে দাঁতে! আমাদের অচেনা দেখেই মনে হয় লোকটা একভাবে তাকিয়ে রইল! তবে বড়বৌদিকে বুকের আঁচল ঠিক করতে দেখে বুঝলাম লোকটা ঠিক আমাদের দেখছিল না, মেয়েদের ষষ্ঠেন্দ্রিয় বলে একটা জিনিস আছে কীনা! সামনের অবারিত ধুলোমাখা কাঁচা রাস্তায় বেশ কিছু ছেলে সাইকেলের টায়ার নিয়ে দৌড়োচ্ছে, রাস্তার পাশের একটা প্রায় ন্যাড়া মাঠে কয়েকজন পলিথিন বেঁধে ফুটবল বানিয়ে বিন্দাস খেলছে। তাদের হৈ হৈ রব দূর থেকে হলেও শোনা যাচ্ছে। বেশ কিছুটা এগোলে দেখলাম, একটা বাঁশের খুঁটি বেঁধে তার উপরে খড়ের ছাওয়া দিয়ে একটা মাটির খুপরি মত ঘরেতে চায়ের দোকান বসেছে। এই অঞ্চলে পোড়া দুধের চা পাওয়া যায়, কয়েকজন চা খেতে খেতেই দিব্যি গল্প জুড়ে দিয়েছে। আধা বাংলা আধা হিন্দী মেশানো বিচিত্র এক খেজুরে ভাষায় চোস্ত দেশ-দুনিয়ার বিবরণ ভেসে আসছে। হাতঘড়িতে তাকালাম, প্রায় চারটে বাজতে চলেছে। ধুম্রগড় পাহাড়ী এলাকা হওয়ার ফলে আমাদের খাস বঙ্গে যখন চারটে মানে দুপুরের শেষ বেলা এখানে তখন বিকেলের আবির্ভাব ঘটে গেছে। বড়বৌদি একজনকে জিজ্ঞেস করল, "পুলিশ ফাঁড়িটা কতদূরে?" লোকটা প্রথমে ফ্যালফ্যাল করে চেয়ে রইল, ভাবেনি মনে হয় কোন শহুরে মেমসাব তাকেই প্রশ্ন করবে কিম্বা সোজা পুলিশ ফাঁড়ির প্রশ্ন! তবে, আরেকবার জিজ্ঞেস করায় দেখলাম তার হুঁশ ফিরল, "দশ মিনিট সামনে যান, একঠো বাঁক আয়েগা, বহাঁ বেঁকে যান, ফির দো কদম যাইলেই সামনে ডাঁয়ি দিকে দেখবেন ফোলিশ ফাঁড়ি আছে!" বড়বৌদি লোকটাকে ধন্যবাদ দিয়ে এগোল, আমি থাকতে পারলাম না আর, "ফোলিশ ফাঁড়িই বটে! এইখানে আর কয়েকদিন থাকলে দেখতে হবে না বৌদি, হিন্দী তো হিন্দী, মায় বাংলা অবধি বেমালুম ভুলে যাব!" বৌদি হাসতে লাগল, "ঠিক! কিন্তু একটা অদ্ভুত মিঠে ভাব আছে এদের কথাগুলোতে! শুনতে কেমন যেন মায়া লাগে!" আমি ঘাড় নাড়লাম। তারপর, খেয়াল পড়ল, "আচ্ছা! পুলিশ ফাঁড়ি কেন যাব? ওই সত্যজিৎ আর তার দলবলকে টাইট দিতে? আর তুমি বৌদি ওই ফালতু লোকটার সাথে কথা বলছিলে তখন এত হেসে হেসে কী কথা বলছিলে শুনি?" বৌদি একটু থমকে গেল, "কী বলছিলাম? আমি সত্যজিৎ বাবুকে বলছিলাম যে মশাই শুনলাম আপনি নাকি দলবল এনে আজ রাতে আমার শাড়ী খুলবার চক্রান্ত করেছেন! এমনকী আমার সন্তানসম দেবর থাকলেও বলেছেন কুছ পরোয়া নহী! হেইডা তো ভারী অন্যায় মশাই!" আমি মুখ বেঁকিয়ে বললাম, "তুমি না! একটা কথারও সোজা উত্তর দিতে পার না!" বৌদিও পাল্টা মুখ বেঁকাল, "প্রশ্নগুলোও তো সোজা হতে হবে। আশ্চর্য! আমি যদি ওদের এড়িয়ে চলি, ওরা স্বাভাবিক নিয়মেই ধরবে যে কোথাও কিছু গণ্ডগোল আছে তাই না তখন তো আরও মুশকিল! একটু সাধারণ বুদ্ধিটা কাজে লাগা!" আমি দোনোমনো করে বললাম, "সে তুমি যাই বল! ভাত খাওয়ার সময় আমার একটু সন্দেহ তো হচ্ছিলই যে যদি কিছু মিশিয়ে দেয়!" বৌদি ঘাড় হেলিয়ে জবাব দিল, "বটেই তো! তোকে মাংসের ঝোলে ওষুধ মিশিয়ে খাইয়ে বেহুঁশ করে দিত, তারপর তোর বড়বৌদির শাড়ি ব্লাউজ খুলে সব দুধ খেয়ে নিত আর তুই রাতে ঘুমোবার সময় দুধ খেতে গিয়ে দেখতিস তোর জন্য কিস্যু নেই!" আমি কেন জানি বেজায় রেগে গেলাম, "তুমি না বৌদি! আজকাল বড্ড বাজে কথা বল!" বৌদির পাল্টা এল, "হ্যাঁ আমি যত বাজে কথা বলি, আর তুমি খুব সাধু! সেইজন্য আমাকে টাওয়েল পরা অবস্থায় দেখে মনে মনে রামুর কোলে বসাচ্ছিলে!" আমি পুরো হতবাক, প্রতিবাদ অবধি করতে পারলাম না! বড়বৌদির ইনট্যুইশন খুবই সাঙ্ঘাতিক জায়গায় পৌঁছে গেছে, আস্তে আস্তে অন্তর্যামির পর্যায়ে পৌঁছে যাচ্ছে! সাবধানে থাকতে হবে! কথা ঘোরাতে জিজ্ঞেস করলাম, "আচ্ছা আমরা ফাঁড়ি যাচ্ছি কেন?" বৌদি রাস্তা দেখতে দেখতে জবাব দিল, "সত্যজিতের মুখে শুনলি না, থানায় নতুন ইনচার্জ এসেছে! এই কেসটা আমাদের সলভ করতে হলে পুলিশের সাহায্য নেওয়া ছাড়া গত্যন্তর নেই। চল আগে গিয়ে দেখা যাক ফাঁড়ির পরিস্থিতি।" 



(দ্বিতীয়াংশ নীচে)
???
                                            Namaskar

[Image: 20230928-215610.png]
Like Reply


Messages In This Thread
RE: ধুম্রগড় রহস্যে বড়বৌদি - by মহাবীর্য দেবশর্মা - 30-04-2023, 09:45 PM



Users browsing this thread: 2 Guest(s)