30-04-2023, 02:51 PM
(30-04-2023, 01:27 AM)Avishek Wrote: একদম ঠিক কথা। আজ পর্যন্ত প্রতিটা গল্পের আপডেট নিয়মিত দিয়ে গেছেন বাবান দাদা। কখনোই অনেক দিন ধরে ফেলে রাখেননি। সেই শুরু থেকে দেখে এসেছি। এইজন্যই সবচেয়ে আগে পাঠকদের বিশ্বাস অর্জন করতে পেরেছেন।তাই আমি বলতে চেয়েছিলাম তাড়াহুড়ো করে না হোক কিন্তু সময় নিয়েই ফিরে আসুন। ছোট গল্পই সই।
ওই যে আগেও বলেছি...... আমি যেটা শুরু করি, সেটা শেষ করেই থামি। আর নিয়মিত হওয়াটাই তো উচিত। একটা গল্প যেটা পাঠক মনে জায়গা করে নিতে শুরু করে সেটা বহুদিন ফেলে রাখা ঠিক নয়। তবে সেটা আমার মতামত। অনেক সময়ই পাঠক নিজ ব্যাক্তিগত কাজে ও দায়িত্ব পালনে বা অন্যান্য কাজে বা পরিস্থিতিতে ব্যাস্ত হয়ে পড়লে তো আর তাকে দোষ দেয়া যায়না। কিন্তু সেসব যদি কারণ না হয় তবে নিয়মিত হওয়াই একমাত্র সঠিক কাজ। উত্তেজনার বশে শুরু করে পরবর্তী সময় খেই হারিয়ে ফেলে বন্ধ করে দেবার থেকে শুরু না করাই শ্রেয়।
ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। চেষ্টা করবো কিছু নিয়ে আসার।♥️



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)