30-04-2023, 02:45 PM
(29-04-2023, 10:03 PM)Bumba_1 Wrote:কাল যে অভিক, আজ সে তন্দ্রা হয়ে ঝরে পড়েএকেই বোধহয় বলে, ধর্মের কল বাতাসে নড়ে
অসাধারণ বন্ধুবর ভবিষ্যতে অপেক্ষায় থাকবো এরকম আরো দুর্দান্ত কিছুর।
আমি জানতাম এটা তোমার ভালো লাগবে। আলাদা ভাবে নজর কাড়বে। ধন্যবাদ ♥️
(30-04-2023, 01:15 AM)Avishek Wrote: অনেক দিন পরে এই থ্রেডে একটা এমন দুর্দান্ত সিরিয়াস গল্প পেলাম। শেষটা জাস্ট অসাধারণ।
হ্যা হাস্যরসের গপ্পো তো পরপর লিখলাম। তাই ভাবলাম আজ স্বাদ বদলের গপ্পো লিখি। ❤
(30-04-2023, 10:04 AM)মহাবীর্য দেবশর্মা Wrote:নীল রঙা আকাশের কোন এক কোণেতন্দ্রা আবিষ্ট সেই অভীকের মনেদুই বিন্দু ভালবাসা ব্যাথা হয়ে জেগেছিলপরাজয়ে তার, বুক ভাঙ্গা হাহাকারসুপ্তির শেষ কোলে হার মেনেছিলঘড়িতে তখন রাত সাড়ে তিনটে যখনবিহ্বল মূক নিস্তব্ধ সে গাননাগপাশে বেঁধে রাখে সমাপ্তির টানতবুও ভালবাসা বেঁচে থাকে হার হয়েপ্রাবৃটের ভরা গাঙে স্বপ্নের পরাজয়েকিংবা কোন এক বাবানের লেখাতেবৃষ্টির দুই ফোঁটা ঝরে কষ্টের কথাতে।
গল্পটা পড়ে অনেকক্ষণ চুপচাপ হয়ে গিয়েছিলুম ভায়া। কেন জানিনা বড্ড ব্যাথা জাগল ভিতরে, মনে হল, কেউ যেন হৃদয়ের শেকড় ধরে টান দিল! পুরো একটা গোল্ডফ্লেকে সে ব্যাথা ধোঁয়া হল। মনে করে পরের বার এমন সব লেখার আগে সিগারেটের দামখানা আগেভাগেই ওষুধের খরচে ধরে পাঠিয়ে দিও।
একজন লেখক হিসেবে এর থেকে বড়ো প্রাপ্তি আর কি হতে পারে যে তার সৃষ্টি পাঠকের চোখ দিয়ে গিয়ে সোজা মনে আঘাত করে। তবেই না সে এমন মতামত দেয় ♥️