30-04-2023, 12:29 PM
বরাবরের মতোই অসাধারণ লেখা, মনমুগ্ধকর বর্ণনা, দুর্দান্ত সেন্স অফ হিউমার .. সবকিছুই ঠিক আছে। সবাই তো প্রশংসায় ভরিয়ে দিয়েছে! আমিও বলছি খুব খুব খুব ভালো। কিন্তু একটা ছোট্ট টেকনিক্যাল ফল্ট হয়ে গেছে যে বন্ধু! যেটা কারোর চোখে পড়েনি। যেখানে তুমি ওদের প্রেমের সময়কাল তুলে ধরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কথা উল্লেখ করেছ, আবার বিয়ের প্রসঙ্গে বলছ মোবাইলের ফ্রন্ট ক্যামেরা আসেইনি? এটা কি করে সম্ভব? এই বিষয়ে একটু আলোকপাত করলে বাধিত হই।