30-04-2023, 10:04 AM
নীল রঙা আকাশের কোন এক কোণে
তন্দ্রা আবিষ্ট সেই অভীকের মনে
দুই বিন্দু ভালবাসা ব্যাথা হয়ে জেগেছিল
পরাজয়ে তার, বুক ভাঙ্গা হাহাকার
সুপ্তির শেষ কোলে হার মেনেছিল
ঘড়িতে তখন রাত সাড়ে তিনটে যখন
বিহ্বল মূক নিস্তব্ধ সে গান
নাগপাশে বেঁধে রাখে সমাপ্তির টান
তবুও ভালবাসা বেঁচে থাকে হার হয়ে
প্রাবৃটের ভরা গাঙে স্বপ্নের পরাজয়ে
কিংবা কোন এক বাবানের লেখাতে
বৃষ্টির দুই ফোঁটা ঝরে কষ্টের কথাতে।
গল্পটা পড়ে অনেকক্ষণ চুপচাপ হয়ে গিয়েছিলুম ভায়া। কেন জানিনা বড্ড ব্যাথা জাগল ভিতরে, মনে হল, কেউ যেন হৃদয়ের শেকড় ধরে টান দিল! পুরো একটা গোল্ডফ্লেকে সে ব্যাথা ধোঁয়া হল। মনে করে পরের বার এমন সব লেখার আগে সিগারেটের দামখানা আগেভাগেই ওষুধের খরচে ধরে পাঠিয়ে দিও।