29-04-2023, 10:36 PM
ফ্ল্যাটে ঢোকার সময় দেখলাম চিত্রার ফ্ল্যাটের দরজাটা বন্ধ , আমি নিজের ঘরে ঢুকে পুপুকে ফোন করলাম , ও বললো কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে ওরও শরীরটা খারাপ মাথাব্যথা সামান্য জ্বরও আছে '' রুপুকে বলেছিস ?'' '' হ্যাঁ ও এসেছিলো একটা ওষুধ দিয়েছে একটা খেয়েছি আরেকটা রাতে খেয়ে খাবো '' '' জ্বর কত দেখেছিস ?'' '' ১০১ লাস্ট দেখলাম সন্ধ্যায় '' '' ওষুধ খেয়ে কমেনি জ্বরটা ?'' ''একটু কমেছে , রুপু বললো একবারে কমানোর মতো কড়া ওষুধ দেওয়া যাবেনা '' '' আচ্ছা আমি কালই আসছি '' '' এতো টেনশন করিসনা বাবু আমি ঠিক আছি হয়তো বৃষ্টিতে একটু ঠান্ডা লেগেছে '' '' ঠিক আছে মাকে ফোনটা দে তো '' মা ফোন ধরলো '' বল '' '' পুপু কি বৃষ্টিতে ভিজেছিলো ? '' '' না না দুদিন ধরে একটু সর্দি আর গলা ব্যাথা সাথে বমিভাব ছিল তা এইসময় বমিভাব থাকে , তুই চিন্তা করিসনা বাবা রুপু আর সুধীর এসে দেখে গ্যাছে '' '' হুমম আচ্ছা রাখছি '' ফোনটা কেটে আমি রুপুকে ফোন করলাম , রুপু বললো '' মনে হচ্ছে সর্দি থেকে জ্বরটা এসেছে দেখি কাল যদি জড় না কমে ওকে আমার এখানে ভর্তি করাবো কিছু টেস্ট করাবো '' '' আচ্ছা আমিও কাল আসছি '' আমি একটা ড্রিঙ্কস বানিয়ে ব্যালকনিতে বসলাম , একটু পরে চিত্রা ফোন করলো '' তুই কি ঘরে ?'' '' হ্যাঁ '' '' আমি আসছি '' '' আয় '' একটু পরেই দরজায় নক করতে আমি দরজা খুলে দিলাম চিত্রা ঘরে এসেই প্রথম জিজ্ঞেস করলো '' খুব মজা করেছিস দুদিন ?'' আমি ম্লান হাসলাম '' কি হয়েছে রে তোর মুখটা কেমন যেন লাগছে ? '' '' পুপুর খুব শরীরটা খারাপ রে চিত্রাদি '' '' কেন কি হয়েছে ?'' '' জ্বর বমি মাথাব্যথা '' '' ডাক্তার দেখিয়েছে ?'' '' হ্যাঁ আমার শালী আর ওর বর তো ডাক্তার ওরাই দেখছে '' একটু থেমে আবার বললাম কাল যদি জ্বরটা না কমে আমি বিকেলে কলকাতায় যাবো '' '' ঠিক আছে '' '' চিত্রাদি একটা ড্রিংক নিবি ?'' '' হ্যাঁ দে '' আমি ড্রিংক বানিয়ে ওকে দিলাম তারপর দুজনেই ব্যালকনিতে বসলাম পরপর দুতিনটা ড্রিংক শেষ করে চিত্রাদি চলে গ্যালো আমি বসে রইলাম কিছু রান্না করতে ইচ্ছা করছে না গলায় একটা কান্না যেন দলা পাকিয়ে উঠছে , একটু পরে চিত্রা আবার এলো খাবার নিয়ে গ্যালো '' খাবারটা খেয়ে শুয়ে পর চিন্তা করিসনা সব ঠিক হয়ে যাবে প্রভু জগন্নাথের কৃপায় সব ঠিক হয়ে যাবে দেখিস '' বলে আমার মাথায় হাত বুলিয়ে দিতেই আমি ঝরঝর করে কেঁদে ফেললাম চিত্রা আমার মাথাটা নিজের পেটে চেপে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বললো '' এই কাঁদিসনা দেখিস পুপু ঠিক হয়ে যাবে '' | পরেরদিন সকালে বাবা ফোন করে বললো '' শোন পুপুমার জ্বরটা বেড়েছে আমি রুপুকে ফোন করেছি ওরা আসছে ওকে হসপিটালে ভর্তি করবে কিছু চেকাপ এর জন্য তুই কখন আসবি ?'' '' দুপুরের আগে তো কোনো ফ্লাইট নেই প্রথম ফ্লাইটটাই ধরবো '' , অফিসে যেতেই হলো কাগজপত্র বুঝিয়ে দিতে , এর মধ্যেই ফোন এলো সুজয়ের '' জিজু দি'ভাইকে হসপিটালে ভর্তি করা হলো জ্বরটা কমছে না তুই কখন আসছিস ?'' '' আমি তিনটের সময় একটা ফ্লাইট আছে সেটা ধরছি '' '' ওকে সাবধানে আয় টেনশন করিসনা '' রুপুকে ফোন করলাম রুপু বললো '' কাল রাতে জ্বরটা বাড়াতে তোমার বাবা ফোন করেছিলেন ভোর বেলায় আমি আর রিস্ক নিলামনা একটু শ্বাসকষ্টও আছে তাই ভর্তি করিয়েছি অক্সিজেন চলছে স্যালাইন চলছে যাইহোক তুমি এসো আর চিন্তা করোনা আমরা সবাই তো আছি আর আমাদের স্যারকেও কল দিয়েছি উনিও আসছেন '' আমি অফিস থেকে সাড়ে বারোটাতেই বেরিয়ে গেলাম প্রথম ফ্লাইটটা ক্যানসেল হয়েছে পরের ফ্লাইট সাড়ে চারটের সময় , এয়ারপোর্টেই বসে রইলাম একটু পরে পরেই ফোন করে খবর নিচ্ছি রুপুর থেকে রুপু বলছে খুব কিছু ডেভেলপমেন্ট হয়নি , ফ্লাইট ছাড়লো দমদমে নামতেই সুজয়ের ফোন এলো '' জিজু তুই কোথায় ? '' '' দমদমে এখুনি নামলাম পুপু কেমন আছে ?'' '' ওকে আই,সি সি ইউ তে নিয়ে গ্যাছে '' আমার মাথাটা ঘুরছে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে আমি একটা চেয়ারে বসলাম , একটু পরে উঠে এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে হসপিটালের দিকে রওনা দিলাম উইকডের জ্যাম জট পার করে হসপিটালে পৌঁছতেই সুজয় এগিয়ে এলো ফোনে কাকে যেন বললো জিজু এসে গ্যাছে '' তারপর আমায় নিয়ে লিফটে উঠলো , আই সি সি ইউর সামনে রুপু দাঁড়িয়ে ছিল আমায় বললো '' খুব ক্রিটিকাল অবস্থা মাল্টি অর্গ্যান ফেলিওর তুমি চলো '' আমি জুতোটা খুলে আই সি সি ইউ তে ঢুকে দেখলাম পুপুর সারা মুখটা নীল হয়ে গ্যাছে মুখে অক্সিজেন মাস্ক , নেবুলাইজার চলছে দুটো চোখ বোঁজা আমি পাশে দাঁড়িয়ে আস্তে ডাকলাম '' পুপু '' আস্তেআস্তে চোখ খুললো আমার দিকে হাতটা বাড়িয়ে দিলো আমি ওর হাতটা ধরলাম মৃদু হাসলো আমার হাতটা শক্ত করে ধরে রইলো হাতটা ধরে পেটের ওপরে রেখে আমার দিকে তাকালো ওর দুচোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়লো কয়েক মুহূর্ত ওর হাতটা আলগা হয়ে গ্যালো পুপু দুটো চোখ বুঁজলো ঠোঁটে মৃদু হাসি আমি রুপুর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলাম '' রুপু '' সুধীর এগিয়ে এলো রুপু আমায় নিয়ে আই,সি,সি,ইউর বাইরে এসে আবার একা ঢুকে গ্যালো আমার চোহের সামনে আমার দুনিয়া ঝাপসা হয়ে যাচ্ছে একটু একটু করে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম সুজয় সামনেই ছিল ধরে একটা চেয়ারে বসিয়ে দিলো , আমি জ্ঞান হারিয়েছিলাম , জ্ঞান ফিরলো যখন দেখলাম সবাই আমায় ঘিরে দাঁড়িয়ে আছে , সবার চোখের ভাষাই বলে দিলো যে পুপু আর নেই , আমি উঠলাম চেয়ার থেকে সুজয়কে বললাম '' চল একটু বাইরে যাই '' হসপিটালের বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম | শ্রাদ্ধশান্তি মিটলো আমি ভুবনেশ্বরে ফিরে কাজে জয়েন করলাম মনে শান্তি নেই , আমার বিস্বাসঘাতকতার শাস্তি পেলো পুপু ,কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে দিলাম | পড়ে শুনেছিলাম ছোটবেলায় যে মেনিনজাইটিস হয়েছিল সেটাই আবার রিল্যাপ্স করেছিল আর সেটাই পুপুর মৃত্যুর কারণ |