29-04-2023, 09:14 PM
পড়তে পড়তে বেশ তন্ময় হয়ে গেছিলাম। প্রেমিক-প্রেমিকাদের ডাকনাম থেকে বিয়ের আসরের হাঙ্গামা এবং ভোজঘরে এন্তার খাওয়া দাওয়া সেই সাথে জয় পরাজয়ের হিসেব। সবশেষে এল মধুরেণ সমাপয়েৎ থুড়ি ফুলশয্যা! এবং বলা যায় এই পর্বেও নন্দনা নট আউট থাকল। এখন দেখার আমাদের চিরুদা থুড়ি চিরন্তন বাবু কতক্ষণ উইকেটে টিকে থাকেন। ভুলে গেলে তো চলবে না নন্দনার ঊনিশ খানা সেক্সপেরিয়েন্স আছে!