29-04-2023, 12:04 AM
(24-04-2023, 08:43 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: আপনার কামাগ্নিতে সামান্য দাহ হলাম আজকে। মিথ্যে বলব না জ্বলতে বা পুড়তে মন্দ লাগল না। গল্প সম্পর্কে আপাততঃ কিছু বলছি না শেষ আপডেট টুকু পড়ার পরই বলব নাহয়। তবে লেখার হাত কিন্তু বেশ ভাল আপনার। প্রণাম নেবেন।
পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্রথমবার তো - তাই আশা করবো ভুল ত্রুটি সব এ যাত্রায় মার্জনা করে দেবেন। তবে গল্প সম্বন্ধে আপনার অভিমত শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো। সেজন্য চেষ্টা করবো তাড়াতাড়ি আপডেট দেওয়ার।