28-04-2023, 08:13 AM
(27-04-2023, 07:57 PM)কাদের Wrote: লেখা ভাল হয়েছে, তবে আরেকটু বড় আপডেট হলে ভাল হত। আর আপনি যেভাবী নারী মনস্তত্ত তুলে ধরেন, সেটা এক কথায় অসাধারণ। ছেলে লেখেকরা নিজেদের অবস্থানগত কারণে সেই জায়গাটায় বেশিরভাগ সময় হাত দেন না, তাই আপনার গল্পের এই নারী মনের টুকরো টুকরো ভাবনা গুলো গল্প গুলোর আকর্ষণ বাড়ায়। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
সুক্রিয়া জী । আমার পড়াশুনো কম , জ্ঞানগম্যি - তুলনায় - আরোও কম । শুধু ভরসার স্হল দুটি । দুটিই একান্ত আপন - আপনারা এবং কলিজা । - ভাল থাকবেন । সালাম ।