27-04-2023, 05:31 AM
(This post was last modified: 27-04-2023, 05:32 AM by ray.rowdy. Edited 1 time in total. Edited 1 time in total.)
আবার এই genre-এর লেখা দেখতে পেয়ে খুব ভালো লাগলো. সম্প্রতি এই genre-র একটা গালভরা নাম চালু হয়েছে - "অসতীপুত্র". নামটা মানানসইই বটে, অসঙ্গতিপূর্ণ নয়. এই 'অসতীপুত্র' লেখায় বাংলাতে Rupakpolo সবার অগ্রণী. sohom, baban আর cuck son-ও কিছু লিখেছে. আর একজনের লেখার হাত দারুণ ছিলো - akash; খুব ভালো একটা গল্প লিখতে শুরু করেছিলো. কিন্তু শেষ করেনি. যাই হোক, আশা করি, তুমি লেখাটাকে পুরো করবে.
এবং হ্যাঁ, দারুণ হচ্ছে - বিশেষ করে প্লটটা. কিছু কিছু বানান ভুল আর শব্দের যথাযথ ব্যবহারে কিছু কিছু ভুল-ত্রুটি চোখে পড়েছে, তবে খুব বড় ধরণের কিছু নয় - লেখার পর পুরো লেখাটার উপর একবার চোখ বুলিয়ে নিলে এই ভুলগুলো খুব সহজে শুধরে নিতে পারবে. শুভেচ্ছা রইলো.
আর Rupakpolo নিজে এসে যখন বলেছে যে ভালো হয়েছে, তার মানে তুমি তোমার সবচেয়ে স্বীকৃতি পেয়ে গেলে. ও নিজে আর এখন খুব একটা লেখে না.