27-04-2023, 12:55 AM
Captain Roy, get up! Captain Roy! Can you hear me?
Sir, i think he's having trouble again!
-damn it! Roy, রণাঙ্গন রয়, ওঠো! Get up my boy!
সামন্ত, call Major immediately! Ask her Rony is serious!
-yes sir।
- রনি! এই রনি কি হলো কি তোমার? কিগো? শুনছো? রনি!
বাপি? ওর কি হয়েছে? ডঃ শঙ্কর? ও অমন করছে কেনো?
- জানি না মেজর। স্যারের গা টা হালকা গরম ছিল, মেডিসিন নিয়েছিলেন জ্বরের। তারপর থেকেই এমন করছেন।
- মাম্মা তুমি অমন করো না। বাবান মোরে যাবে ... সা..সাদিক শেখ তোকে আমি ছাড়বো না .. ছাড়বো না তোকে আমি...
মাম্মা ... মাম্মা .….. প্লিজ ওদের থেকে সরে যাও...
Sir, i think he's having trouble again!
-damn it! Roy, রণাঙ্গন রয়, ওঠো! Get up my boy!
সামন্ত, call Major immediately! Ask her Rony is serious!
-yes sir।
- রনি! এই রনি কি হলো কি তোমার? কিগো? শুনছো? রনি!
বাপি? ওর কি হয়েছে? ডঃ শঙ্কর? ও অমন করছে কেনো?
- জানি না মেজর। স্যারের গা টা হালকা গরম ছিল, মেডিসিন নিয়েছিলেন জ্বরের। তারপর থেকেই এমন করছেন।
- মাম্মা তুমি অমন করো না। বাবান মোরে যাবে ... সা..সাদিক শেখ তোকে আমি ছাড়বো না .. ছাড়বো না তোকে আমি...
মাম্মা ... মাম্মা .….. প্লিজ ওদের থেকে সরে যাও...
- কি গো তুমি অমন কেন করছ? ওঠো লক্ষ্মীটি এই দখো... তাকাও তোমার অনি এসেছে... এই রনি...
আমি অন্ধকার থেকে উঠে এলাম। দেখি আমার স্ত্রী মেজর অনিন্দিতা সেন, আমার শ্বশুর এবং কমান্ডিং অফিসার maj. Gen. অনুভব সেন, ও ইউনিট ডঃ, শঙ্কর সামন্ত আমার চার পাশে ।
আমি অনি কে দেখে ওকে আটকে নিলাম আমার বাহুবন্ধনে।
স্যার বললেন, এই রনি তুমি ঠিক আছো তো? Are you feeling better my son?
আমি হ্যাঁ তে মাথা নাড়লাম।
স্যার ও ডঃ সামন্ত আমায় আর অনিকে tent এ রেখে মেইন ইউনিট এ এগোলেন। অনিকে বলে গেলেন আমার অবস্থার অবনতি হলে যেন দ্রুত আমায় হেলিকপ্টার এর মারফত আর্মি বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
অনি আমার মাথায় হাথ বুলাচ্ছিল। ওর একটা হাত আমি শক্ত করে ধরে ছিলাম। ও আমায় বলল,
- সোনা ,কি হয়েছে তোমার? তুমি আবার সেই স্বপ্ন দেখেছ?
- হুমম... হ্যাঁ গো, আচ্ছা অনি জানো আমি খুব ভয় পাই । বাবান্ এর সাথে ঘটে যাওয়া ঘটনার ভয়, সেই কালো দিন এর ফিরে আসার ভয়, মাম্মা ... মাম্মা কে আবার হারিয়ে ফেলার ভয়, অনি ... অনি তু..তুমি আমাকে ছেড়ে যাবে না তো অনি?
- শান্ত হও সোনা... এই দেখ তোমার পুঁচু সোনা এই তো তোমার কাছেই। আর তাছাড়া আমি হলাম গিয়ে captain রণাঙ্গন রয় এর স্ত্রী, রুদ্রাদিত্য রয় এর মা, মেজর অনিন্দিতা সেন রয়।
আমার স্বামী সন্তান থেকে আমায় কেড়ে নেবে এমন কেউ নেই।
তুমি সাদিক শেখ কে দেখে নেবে বলেছিলে? কে ও?
আচ্ছা বাবা আর মাম্মা এর অবস্থার পেছনে কি ওই সাদিক এর হাথ? অনেক কষ্ট পেয়েছ তুমি এতদিন আর নয়। তোমায় এমন কুরে কুরে মরতে দেখার চেয়ে আমি তোমায় shoot করে মারা যাবো। সেটাও আমার কাছে তোমায় এরকম কষ্ট পেতে দেখার চেয়ে শত গুন ভালো । আমরা দুবাইতে শুধু আর্মি এক্সারসাইজ এ আসিনি। তাই না? কি লুকচ্ছ রনি।
- পুচু ছাড়ো না এসব। It was just an bad dream। এখানের আবহাওয়া আমার সহ্য হয়নি তাই হয়তো ...
- না রনি , তুমি আমার থেকে কিছু লুকচ্চ। Answer me captain Roy! It's an order!..
- অনিন্দিতা প্লীজ..
আমার চোখের দিয়ে এবার জল পড়তে লাগলো, আমি মাম্মা কে শেষ দেখেছিলাম আমার 10th board এ। ঐবার ই মাম্মা আমার মা হিসেবে, বাবার স্ত্রী হিসেবে আর রায়বারির বউ হিসেবে শেষ বারের মত কলকাতা এসেছিল।
ঐযে তখন বললাম না আমি সেন্সলেস হয়ে যাই? জান আমি কি দেখেছিলাম আর শুনেছিলাম?