26-04-2023, 02:15 AM
গল্পের স্রষ্টাই ভাল জানে গল্পটা কোনদিকে এগুলে ভাল হবে। তাই এটা সম্পূর্ণ আপনার ওপর ছাড়লাম। কেন যেন মনে হচ্ছে গল্পটা কষ্টদায়ক হবে। কতটুকু হবে জানি না। যতটুকুই হোক মেনে নিব। Grave of fireflies এর মতো হলেও। তবে তেমনটা হলে একবার পড়ে আর পড়ব না শুধু মনে আগলে রাখবো।