25-04-2023, 04:43 PM
(25-04-2023, 04:27 PM)Adultery Babu Wrote:অাসলে ব্রো অনেক অাগে অাপনার এই গল্পটা পড়েছি। তখন থেকেই অপেক্ষায় থাকতাম কবে অাপডেট পাব। অনেক গুলো এপিসোডের পরেও যখন দেখছি অপুর মাকে নিয়ে কোন রকমের স্ট্রোক হচ্ছে না তখন একজন Adultery লাভার অার অাপনার একজন fan হিসেবে কিছুটা রাগ হয়। তাই অাজ একটু কড়া কথা বলেই কমেন্ট করলাম। মনে রাগ নিয়েন না। একজন ফ্যান হিসেবে ভেবে দেখলে অাপনারও অনেক রাগ হত।
অামার কাছে অাপনার লেখা সর্বশ্রেষ্ঠ গল্প হল "কালু". প্রায় মাঝে মাঝে গল্পটা পড়ি। অাশাতে থাকি কখন অাবার " কালু" টাইপের গল্প লিখবেন।
যাইহোক ব্রো নিজের মত করে লিখতে থাকুন। পাঠক হিসেবে অধীর অাগ্রহে অপেক্ষা করে রয়েছি। অার সময় হলে অামার "গৃহবধূ কথন - চাঁদের কলঙ্ক" গল্পটা পড়বেন।
একদম রাগ করিনাই , আমার নিজেরি মাঝে মাঝে বিরক্ত লাগে। আপনার গল্প অবশ্যই আমি পড়বো যতটুকু মনে হয় আপনার কোন একটি গল্প আমি আগে পড়েছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে। কালু গল্পটা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।