24-04-2023, 09:43 PM
আপনার এই ধূসর পৃথিবী আমার চোখে এতদিন পড়েনি কেন কে জানে! বহুদিন পর এমন একজনকে পেলাম যে এই ঘরানার লেখা লিখতে জানে। যদিও আজ পার্ট ওয়ানের অংশের কিছুটা পড়লাম কিন্তু তাতেই বুঝতে পারছি এই কলমে যাদু আছে। হয়তো পরের পার্টগুলোতে পৌঁছতে বেশ দেরী হবে কিন্তু অতীতের সিঁড়ি বেয়ে বর্তমানকে ধরবই। তবে তার আগে যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনার কলমে বর্ণনা দেওয়ার মুন্সীয়ানা! খুব কম লেখক পারেন স্রেফ কথার উপর কথা চাপিয়ে মূর্ত ছবি তুলে ধরতে আর সেটাই একটা খাঁটি লেখকের জাত চেনায়। এই অধম আপনার কলমকে কুর্ণিশ জানাচ্ছে মহাশয়। চলুন আপনার ধূসর পৃথিবীর আনাচে কানাচে একটু ইতিউতি উঁকি মারি।


![[Image: 20230928-215610.png]](https://i.ibb.co/qJwgLsx/20230928-215610.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)