24-04-2023, 06:56 PM
(22-04-2023, 05:34 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: বিলম্বিত শুভ নববর্ষ বন্ধুবর। যদিও আগেই জানানো উচিৎ ছিল কিন্তু আসার সুযোগ কমে গেছে এখানে। বেড়েছে চাপ। যেটাই হোক দেখতে দেখতে ১৪৩০ এসে গেল। সেদিনের সরলবাবুর আড়ালে নবীন মহাবীর্য্য আজ বেশ পুরোনো পুরোনো হয়ে গেছে। দুইহাজারি বাবান লাফ দিয়ে দিয়ে তিনহাজারে চলে গেছে। হয়তো আরও শত সহস্র রেপুটেশন অপেক্ষা করছে। যদিও তোমার এই অভাগা বন্ধু তোমার সৃষ্টি সমুদ্র থেকে সামান্য কয়েকটা মণি তুলতে পেরেছে তবুও প্রত্যেকটা তার ছিল অমূল্য। অভিশপ্ত বাড়ি থেকে অনেক কিছু এখনও হয়তো পড়া বাকি সেই রত্নাকরে। নাজুক নাজুকের সেই দিনকাল দারুণ ছিল। সত্যি বলতে ১৪২৯ যদিও অজস্র পাঠকের ভালবাসা দিয়েছে কিন্তু তার সাথে তোমার মত বন্ধুকেও দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ১৪৩০ তোমার জীবনে বহু সাফল্য আনবে, শুধু বাবান নয় তোমার জীবনেও। জগদীশ তোমার মঙ্গল করুন। পূরণ হোক সমস্ত ইচ্ছে। খুশীরা পাখা মেলে উড়ে বেড়াক তোমার চারপাশে। ভাল থেক ভায়া
হটাৎ করেই মোরা সবাই যেন হয়ে গেছি আজ ব্যাস্ত
তবু অপেক্ষায় তোমার বৌদি কাহিনীর হীরা দুই আস্ত ♥️
শুভ নববর্ষ ভায়া ♥️
(23-04-2023, 03:32 AM)Shuhasini22 Wrote: হিন্দি গল্পগুলার নাম বা লিংকগুলা দিতেন তাহলে হিন্দির গল্পগুলাও পড়তে পারতাম।আপনার লেখা বাকী গল্প গুলাও পরতে চায়।
আমার প্রোফাইলে সব গল্পের নাম আছে। সার্চ করে পড়ে নিন।♥️
(23-04-2023, 06:51 PM)Avishek Wrote: কথাটা ঠিক দাদা। কিন্তু আমরা যে আরও চাই আপনার থেকে। চলতেই থাকুক।
বোঝো কান্ড