23-04-2023, 09:39 PM
(23-04-2023, 09:37 PM)Bumba_1 Wrote: ধুর পাগল, প্রেমিকার প্রকারভেদ এবং সেই সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে লেখকের জীবনে যে তত সংখ্যক প্রেমিকা থাকা আবশ্যক, সেটা যুক্তিযুক্ত নয়। আসলে মহিলারা আমার প্রতি আকৃষ্ট হয়। তার কারণ আমি দেখতে সুন্দর, ভালো চাকরি করি (এটা অবশ্য লোকে বলে, আমি নিজে মনে করি না), extra curricular activities প্রচুর আছে, সর্বোপরি আমি মেয়েবাজ বা বৌদিবাজ নই। যারা চরিত্রহীনা নারী .. তারা সর্বদা মেয়েবাজ পুরুষদেরই পছন্দ করে। কিন্তু যারা প্রকৃত অর্থে ভদ্রমহিলা .. তারা সর্বদা এমন একজন পুরুষের সঙ্গ খোঁজার চেষ্টা করে, যে ব্যক্তি তাকে বিপথে চালনা না করে বা তার কাছ থেকে কোনো সুযোগ না নিয়ে তাকে সঠিক রাস্তা দেখাবে। কিছুদিন আগে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আলাপ হওয়া পেশায় শিক্ষিকা একজন ভদ্রমহিলা আমাকে একদিন ফোন করে বললেন, "আজ আমার মনটা খুবই খারাপ। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। তবে কারণটা আপনাকে কি করে বলবো, সেটাই ভেবে পাচ্ছি না। কিন্তু আপনাকে সব কিছু শেয়ার করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে, না বলেও পারছিনা। আমার বিয়ে হয়েছে আজ পাঁচ বছর হয়ে গেলো। এতদিন ধরে একটা বেবির জন্য আমরা জন্য চেষ্টা করছিলাম। আজ ডক্টর জানিয়ে দিল সেটা আর পসিবল নয় আর এটা আমার হাজবেন্ডেরই ফল্ট। মনটা খুব খারাপ, কিছুই ভালো লাগছে না। ভগবান যে কেন আমার সঙ্গে এটা করলেন!" কথাগুলো বলার পর তিনি ফোঁপাতে লাগলেন।
এক্ষেত্রে মেয়েবাজ বা বৌদিবাজ পুরুষ হলে কি করতো? তারা আমার গল্পের ভিলেনগুলোর মতো যেন তেন প্রকারণে, ছলচাতুরি করে, ষড়যন্ত্র করে, ব্রেইনওয়াশ করে ওই মহিলাটিকে বশে আনার চেষ্টা করতো। তারপর দুর্বলতার সুযোগ নিয়ে একদিন .. থাক বাকিটা আর বললাম না। মহিলাটি বুদ্ধিমতি হলে পাশ কাটিয়ে বেরিয়ে যেত আর বোকা হলে জালে আটকা পড়ে যেতো। এগুলোই তো হচ্ছে আমাদের সমাজে প্রতিনিয়ত। খবরের কাগজ খুললে, টিভি খুললে এগুলোই তো দেখা যায়।
কিন্তু আমি ভদ্রমহিলাটিকে বললাম, "ভেঙে পড়বেন না, এবং এই পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ করবেন না। কারণ এক্ষেত্রে আপনার স্বামীর হয়তো দোষ ধরা পড়েছে। কিন্তু এটা তো আপনারও হতে পারতো! তখন যদি আপনার স্বামী এইভাবে মন খারাপ করতো, তখন কি আপনার ভালো লাগতো? তাই বলছি ভেঙে না পড়ে শক্ত হোন আর আপনার স্বামীকেও এনকারেজ করুন। আপনি কি জানেন এখন নিজের সন্তান থাকলেও অনেকে adopt করছে! আমি তো বলবো, আপনারাও সেই পথ বেছে নিন। তবে এখন adoption এর পদ্ধতি আর আগের মতো নেই, কঠিন থেকে কঠিনতর হয়ে গিয়েছে। এই ব্যাপারে আমার থেকে কোনো সাহায্য লাগলে বলবেন।"
এইরকম কথা যদি কোনো মহিলা একজন পুরুষের কাছ থেকে শোনে, তাহলে তো সে তাকে ভরসা করবেই। প্রকৃত অর্থে যারা ভদ্রমহিলা তারা পুরুষদের কাছ থেকে ভরসাটাই খোঁজে আর কিছু না। এইরকম প্রচুর মহিলা বন্ধু আছে আমার, সেই রকম পুরুষ বন্ধুও আছে। সেইসব মহিলাদের কাছ থেকে শুনেছি তাদের বয়ফ্রেন্ডদের প্রকারভেদ। আবার পুরুষদের কাছ থেকে শুনেছি তাদের গার্লফ্রেন্ডদের প্রকারভেদ। লেখক মানেই তো উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে, তার সঙ্গে নিজের মস্তিষ্কপ্রসূত কিছু কল্পনা মিশিয়ে পরিবেশন করা। এক্ষেত্রেও তাই হয়েছে।
got it bro