23-04-2023, 09:05 PM
(23-04-2023, 08:14 PM)Bumba_1 Wrote: একদম শুরু থেকে না হলেও বেশ অনেকদিন ধরেই তো আমার লেখা গল্প, উপন্যাস follow করছো। আমাকে যে প্রেডিক্ট করা যায় না বা যারা করার চেষ্টা করেছে, তারা বারবার ঠকেছে .. এর প্রমাণ নিশ্চয়ই অনেকবার পেয়েছ! প্রথম পর্বেই যদি বোঝা যায় যে গল্প কোন দিকে মোড় নেবে, তাহলে তো আমি কোনো লেখকই নই। একটু ধৈর্য ধরতে হবে তো, সবকিছু জানার জন্য! তবে হ্যাঁ, পূর্বের উপন্যাসগুলির বেশিরভাগ ক্ষেত্রে আমি ইচ্ছে করেই (অনেকের ধারণা ছিল যে আমি ভুলবশত এগুলো করতাম) আগে থেকে বিভিন্ন পাঠকের করা কমেন্টে আমার রিপ্লাইয়ের মাধ্যমে hint দিয়ে দিতাম। অনেকেই আমাকে বলেছে এগুলো আমার উপন্যাসের ক্ষেত্রে স্পয়লার হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে তারা বুঝেছে এই স্পয়লার দেওয়াটাই আমার ইউএসপি এবং এটাই আমার জনপ্রিয়তার আরেকটা কারণ। যাইহোক, তবে এই সিরিজের ক্ষেত্রে যতই আমাকে খোঁচাও না কেন .. আগের থেকে একটা কথাও বলবো না বা সূত্র দেবো না। শুধু as usual ফাটা রেকর্ডের মতো এটুকুই বলবো .. সঙ্গে থাকো এবং পড়তে থাকো।
আচ্ছা ঠিক আছে, উপন্যাসের ক্ষেত্রে আর খোঁচাবো না তোমাকে। কিন্তু আমাকে একটা কথা বলো, এই যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নিয়ে এত বিশ্লেষণ করলে এবং অবশ্যই নিখুত বিশ্লেষণ। এগুলো কি তোমার পার্সোনাল সেক্সপেরিয়েন্স থুড়ি এক্সপেরিয়েন্স থেকে নেওয়া?