23-04-2023, 08:14 PM
(23-04-2023, 06:05 PM)Sanjay Sen Wrote: লেখনী, ভাষাবিন্যাস এবং comic sense অসাধারণ। কিন্তু গল্প কোন দিকে মোড়ে নেবে, কিছুই বোঝা যাচ্ছে না। প্রত্যেকবার আমরা এক সতীসাধ্বী, নিরীহ গৃহবধূকে পাই তোমার গল্পে, যাকে চালনা করে কামুক, লম্পট পুরুষেরা। এবার মনে হচ্ছে খেলা উল্টোদিকে ঘুরতে পারে। তবে আমার কিন্তু ওই সতীসাধ্বী টাইপটাই পছন্দের। শুধু আবার কেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সবারই তাই। এখন সবকিছুই তোমার হাতে। তবে শুরুটা ফাটাফাটি হয়েছে।
একদম শুরু থেকে না হলেও বেশ অনেকদিন ধরেই তো আমার লেখা গল্প, উপন্যাস follow করছো। আমাকে যে প্রেডিক্ট করা যায় না বা যারা করার চেষ্টা করেছে, তারা বারবার ঠকেছে .. এর প্রমাণ নিশ্চয়ই অনেকবার পেয়েছ! প্রথম পর্বেই যদি বোঝা যায় যে গল্প কোন দিকে মোড় নেবে, তাহলে তো আমি কোনো লেখকই নই। একটু ধৈর্য ধরতে হবে তো, সবকিছু জানার জন্য! তবে হ্যাঁ, পূর্বের উপন্যাসগুলির বেশিরভাগ ক্ষেত্রে আমি ইচ্ছে করেই (অনেকের ধারণা ছিল যে আমি ভুলবশত এগুলো করতাম) আগে থেকে বিভিন্ন পাঠকের করা কমেন্টে আমার রিপ্লাইয়ের মাধ্যমে hint দিয়ে দিতাম। অনেকেই আমাকে বলেছে এগুলো আমার উপন্যাসের ক্ষেত্রে স্পয়লার হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে তারা বুঝেছে এই স্পয়লার দেওয়াটাই আমার ইউএসপি এবং এটাই আমার জনপ্রিয়তার আরেকটা কারণ। যাইহোক, তবে এই সিরিজের ক্ষেত্রে যতই আমাকে খোঁচাও না কেন .. আগের থেকে একটা কথাও বলবো না বা সূত্র দেবো না। শুধু as usual ফাটা রেকর্ডের মতো এটুকুই বলবো .. সঙ্গে থাকো এবং পড়তে থাকো।
(23-04-2023, 06:27 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: বুনো ওল আর বাঘা তেঁতুল! একজনের আঠাশ তো অন্যজনের ঊনিশ! একজন ভুল করে ঘোস্ট ওয়েলকাম যদিবা বলে ফেলে অন্যজন সেক্সপেরিয়েন্স ব্যাপারটা ভুল হিসাবেই ধরে! তবে ওই বাওয়েল সিনড্রোম ব্যাপারটা কিন্তু বেশ জটিল জিনিস! যার হয় সে ভাবে এমন রোগ যেন শত্তুরেরও না হয়! মোটের উপর নন্দনা চিরন্তনী হাওয়ায় এখনও অবধি নট আউট তো রইলই তার সাথে দুয়েকটা ছক্কা হাঁকিয়ে স্কোরবোর্ডেও রান তুলেছে। এবার দেখার কাহিনীর সুতোগুলো পরের পর্বে কোন খেয়ালী ঘুড়ি ওড়ায়!
বাহ্ খুব সুন্দর মন্তব্য। অনেক ধন্যবাদ