23-04-2023, 06:51 PM
(23-04-2023, 01:35 AM)Baban Wrote: এই গসিপিতে আমি এক এক করে আজ ১১ খানা বড়ো গল্প লিখে ফেললাম। তার মধ্যে বেশিরভাগ ইরোটিক। এছাড়া হিন্দি বা ছোট ও মাইক্রো গল্প আছে সেগুলো তো ধরিইনি। সেগুলো যোগ করলে ৯০ ছাড়িয়ে যাবে ।
আমি জানিনা এই ফোরামের কতজন এতো গল্প লিখেছে কিন্তু আমার ভালো লাগে বলেই একের পর এক লিখেছি। আর আপনারা সেসব আপন করে নিয়েছেন। কিন্তু এতো গল্প বলার পরে আর কিই বা বলা বাকি থাকে বলুন? হ্যা জানি গল্পের শেষ নেই। কিন্তু মাঝে মাঝে থামতেও তো হয়। আমি জানিনা আর সেইভাবে বড়ো গল্প কবে আসবে কিন্তু ছোট খাটো কিছু লিখে যাবোই। এই গসিপি আমায় অনেক পাঠক বন্ধু দিয়েছে। তাদের জন্য থাকবো ♥️♥️
কথাটা ঠিক দাদা। কিন্তু আমরা যে আরও চাই আপনার থেকে। চলতেই থাকুক।