23-04-2023, 11:47 AM
নন্দনার ছোটবেলার স্মৃতিকথা শুনতে শুনতে নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, মনটা ভরে উঠেছিল। তারপর এলো কৈশোর পেরিয়ে নন্দনার যৌবন আর শুরু হলো তোমার কঠিন কঠিন শব্দবন্ধ। তারপর এল চিরন্তন, তারপর এল ওদের প্রেম এবং বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের প্রকারভেদ সম্পর্কে পর্যালোচনা। এই সব কিছুই মন ছুঁয়ে গেছে। তবে আমাকে সব থেকে আকর্ষণ করেছে এই লাইনটা - হামলোগ তো পূর্বরাগের দোরগোড়াতে এসে প্রণয়সম্পৃক্ত রসালাপ মে নিমগ্ন হ্যায় it was just awesome ভবিষ্যতে কাঁপাবে মনে হচ্ছে এই নারী। অপেক্ষায় থাকবো