22-04-2023, 08:17 PM
(22-04-2023, 05:45 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: হে জ্যেষ্ঠ,
নববর্ষের প্রণতি ও শুভেচ্ছা। বিলম্বিত হইল এ পত্র আসিতে কারণ ইদানীং ব্যাক্তিগত জীবনে সময়সঙ্কুলতা আসিয়াছে ফলে গসিপিতে আসিবার সুযোগ হইয়া উঠে নাই।
যাহা হউক, পরম করুণাময় জগদীশ সমীপে আমার কামনা রহিল তিনি যেন সর্ব্বদা তোমার উপর নিজ কৃপা অক্ষুণ্ণ রাখেন। হাসি-খুশীরা যেন তোমার উপর সর্ব্বদা বর্ষিত হইতে থাকে। সকল ইচ্ছা যেন পূরণ হয়। স্বাস্থ্য যেন সর্ব্বদা সুস্থ থাকে।
প্রণাম লহিও
শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই