21-04-2023, 04:53 PM
(21-04-2023, 02:50 PM)Akash23 Wrote: বহুদিন পর এই ফোরামে এসে দেখলাম আপনি অনেকগুলি আপডেট দিয়েছেন। খুবই ভালোভাবে লিখছেন তা নিয়ে কিছু বলার নেই। তবে কিছু অযাচিত পরামর্শ দিচ্ছি।
গল্পের ফন্টের সাইজ বাড়িয়ে 7 করে দেবেন। পুরো গল্পটা পেস্ট করে সেটা সিলেক্ট করুন। ৷A এরকম একটা চিহ্ন দেখবেন ওটা দিয়ে 7 করে দেবেন তাহলেই হবে। আপনার গল্পটা একে বোল্ড রেখেছেন তারউপর জেনারেল সাইজ ফলে পড়তে কিন্তু সমস্যা হচ্ছে। খুবই ঘিঞ্জি দেখাচ্ছে।
প্লট খুবই সুন্দর। অসতীপুত্র ঘরানা এমনিতেই আমার প্রিয়। আপনার লেখাই সেটা ভালোই উপভোগ করছিই। চালিয়ে যান। আমার শুভকামনা থাকলো। পরের আপডেটের অপেক্ষায়।
আপনার মত বড় মনের লোকরা উপদেশ অজাচিতই দেবেন এটাই স্বাভাবিক। তাছাড়া আপনার উপদেশ আমি মেসেজ করেও চেয়েছি সেই দিক থেকে আপনার কোন উপদেশই আমার কাছে অজাচিত ত নয়ই বরং কাঙ্ক্ষিত। আপনার উপদেশ অনুসরণ করেই আমি প্রথমে যে টেকনিকাল প্রব্লেম ফেস করছিলাম সেইগুলো অতিক্রম করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করছি আগামীতেও যে জায়গায়ই দেখবেন কিছু সংশোধনীয় দয়া করে উপদেশ দিতে কুন্ঠা বোধ করবেন না।