Thread Rating:
  • 58 Vote(s) - 2.69 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
সেক্টর ফাইভের সেক্স
[Image: 340641628-1732762900475800-443093899318772837-n.jpg]

## ৭১ ##

“হাউ আর ইউ ফিলিং ম্যাম?”, ফিলিং শব্দটার ভীষণ নরম উচ্চারণের সাথে যেনো হাওয়ায় ভেসে এলো দীপের আওয়াজ। একটা দারুন ভালো স্বপ্ন দেখে, সুন্দর এক সকালে ঘুম ভাঙ্গার পর মনের অবস্থা যেমন হয়, ঠিক তেমনই ফুরফুরে মেজাজ এখন উর্মির। ঠিক কতোদিন বাদে এমন মন ভালো করা আমেজ পেলো, চিন্তাই করে উঠতে পারছে না সে। কেমন যেনো খিটখিটে হয়ে যাচ্ছিলো উর্মি। সারাদিন টেনশন আর আ্যঙ্কসায়েটি। তাই তো কপালে রিন্কল্স পড়ে যাচ্ছিলো। চোখের তলায় কালি আর ডাবল চিনস প্রকট হয়ে উঠছিলো। স্বাভাবিক লাবণ্য চলে গিয়ে কেমিক্যাল নির্ভর মেকি রুপের প্রলেপ চড়িয়ে বসেছিলো সে। আজ সে সব মুছে ফেলে এক সুন্দর স্বাভাবিক জীবনের দোরগোড়ায় দাড়িয়ে রয়েছে সে। আর সেই দরজা খুলে দু বাহু মেলে যেনো দাড়িয়ে আছে দীপ।

ট্রের উপর দুটি সুদৃশ্য মাগ সাজিয়ে নিয়ে এসেছে একটি মেয়ে। “হিয়ার ইজ ইয়োর গ্রীন টি, ম্যাম, গ্রীন টি উইথ হানি“। একটি মাগ উর্মির দিকে এগিয়ে দিয়ে বললো দীপ। মেয়েটিকে দেখে অলমোস্ট আঁতকে উঠেছিলো উর্মি। মেয়েটি যে শুধুই কুদর্শনা তাই নয়, মেয়েটির মুখের একদিকটা ভয়ানকভাবে পোড়া। কোনোক্রমে মুখে আঁচল চাপা দিয়ে ভদ্রতা রক্ষা করলো উর্মি। দীপ কিন্তু বুঝতে পেরেছিলো তার অস্বস্তি।

“শী ইজ পুসি, পুস্পা বাস্কে ফ্রম ফুলডুংরি, পুরুলিয়া। সি ইজ মাই রাইটহ্যান্ড। ………… শি ওয়াজ গ্যাঙ্গরেপড বাই সাম কমরেডস। যখন ও থানায় রিপোর্ট করতে যায়, পুলিশ প্রথমে এফআইআর নিতে অস্বীকার করে। পরে মিডিয়ার চাপাচাপিতে, পুলিশের এক বড়কর্তা, পার্টির লোকাল কমিটি অফিসে ওকে ডেকে নিয়ে, নেতাদের সঙ্গে সালিশী সভায় মিটমাট করে নিতে বলে। পুসি রাজী না হওয়ায়, বাড়ী ফেরার পথে, বীরপুঙ্গবরা ওর মুখে আ্যসিড ছুঁড়ে মারে। বোধহয় ভয় দেখিয়ে ওকে এফআইআর করা থেকে বিরত করাই ওদের উদ্দেশ্য ছিলো“, গ্রীণ টির মাগে একটা লম্বা চুমুক মেরে বললো দীপ।

“হাউ স্যাড”, অস্ফুট স্বরে শুধু এটুকুই বলতে পারলো উর্মি।

“সম্পূর্ণ স্যাড স্টোরিটা বলে আপনার মুড নষ্ট করতে চাই না। শুধু জেনে রাখুন এই লড়াকু মেয়েটি কিন্তু ভয় পায়নি। সে এফআইআর করে এবং প্রগতিশীল আইনজীবি সংঘ এবং কয়েকটি মহিলা এবং আদিবাসী সংগঠনের সহায়তায় কেস চালিয়ে যায়। অবশেষে লম্বা আইনি লড়াইয়ের পর দোষীরা শাস্তি পায়।“

স্বস্তির নিশ্বাস ফেলে গ্রীন টির মাগে চুমুক দেয় উর্মি। এক অত্যাচারিতা নারীর লড়াই করে জেতার কাহিনী তাকে আরও খুশী করে দেয়। মেয়েটির প্রতি শ্রদ্ধা জন্মে গেলো তার। মেয়েটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো সে। একটা কথা মানতেই হবে, মেয়েটি যতোই কুরুপা হোক, ওর ফিগারটা কিন্তু একদম টানটান। নীলের মতোই মেয়েটির পড়নে “দীপ’স ওয়ার্কআউট”-এর লোগো আঁকা শর্টস এবং স্যান্ডো গেঞ্জি। গেঞ্জি ফুঁড়ে বুক এবং সর্টসের নীচ দিয়ে মোটামোটা উরু ফুটন্ত যৌবনের বিজ্ঞাপন দিচ্ছে। ভারী বুক এবং ভারী পাছার মাঝে সরু চিকন কোমরটার জন্য পুসির শরীরটা একদম ডমরুর মতন লাগছে।

“আমার এক আইনজীবি বন্ধুর মাধ্যমে পুসি আমার কাছে আসে। এরপর ফিসিওথেরাপি, রেইকি এবং ইয়োগাতে সর্ট কোর্সও করে। আজ আমার এই ব্যুটিক এতোটা বড়ো হওয়ার পিছনে পুসির অসীম অবদান আছে। আমি তো মূলতঃ সিঙ্গাপুর এবং আমার মিডল ইস্টের ফ্র্যান্চাইসিগুলোর কাজেই বিজি থাকি। কলকাতা সহ দেশের প্রায় সমস্ত ফ্র্যান্চাইসিগুলো পুসিই দেখে। আজ আপনাকে হার্বাল ম্যাসেজর ডেমোটা কিন্তু ওই দিয়েছে“। গ্রীণ টি-তে শেষ চুমুক মেরে মগটা টেবিলের ওপর রাখলো দীপ।

চোখ দিয়ে একটা কৃতজ্ঞতার হাসি হেসে মেয়েটির দিকে তাকালো উর্মি। পুসি একটা হাত তার কাঁধে রেখে বললো, “ওসব কিচ্ছু নয় ম্যাডাম, স্যার সব কিছুই বাড়িয়ে বলেন”।

কাঁধের কাছটা শিরশির করে উঠলো উর্মির। কোনো মেয়ের স্পর্শে কি এমনটা হয়! তাও আবার এমন কুদর্শনা নারীর স্পর্শে! পুসি কি তার বুকে হাত দিয়েছিলো? তলপেটে, ওখানে? এত ভিজে গেল কি করে সে? সে তো একটা ঘোরের মধ্যে ছিল; কেমন একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থা। কিন্তু তার মধ্যেও যেন সে অনুভব করেছিলো একটা কোমল স্পর্শ তার বুকে, স্তনবৃন্তে, গোপন অঙ্গে। সে তো ভেবেছিলো সেটা নীলের হাত। তাহলে কি তা চরম পুলকের জন্য দায়ী ছিল আরেক নারীর হাতের কাজ? সমলৈঙ্গিক আদরেই ঘটেছিলো তার রতিতৃপ্তি। আর কিছুই ভাবতে পারলো না উর্মি।

[Image: 340808784-761235999001586-6724729332471820839-n.jpg]

মায়ের শরীর খারাপের খবর পেয়ে রিনকি মিত্রের ফ্ল্যাট থেকে তাড়াহুড়ো করে চলে আসার পর থেকেই খুব ডিস্টার্বড ছিল দেবাংশু। বাবার, উর্মির, দুজনার মোবাইলই শুধু বিজি আসছে। বাড়ীর ল্যান্ডলাইনটাও খারাপ। খবরই নেওয়া যাচ্ছে না, মায়ের লেটেস্ট কন্ডিশন কি। হঠাৎই হোয়াটসআ্যাপে একটা ম্যাসেজ ঢুকলো একটা আননোন নম্বর থেকে, সেন্ডার ‘ওয়েলউইশার’। সঙ্গে এনক্লোজার কিছু ফটো আছে। নেট বেশ স্লো চলছে। পিকগুলো ওপেন করার সময়ই উর্মির কল ঢুকলো। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে ঝাঁঝিয়ে উঠলো দেব, “কি করো কি তোমরা? সারক্ষণ ফোন বিজি আর বিজি।“
“আমি মিতুনদি বলছি …..”

মিতুনদি মানে তার মামাতো দিদি। যোধপুর পার্কে থাকে। সে আবার কোথা থেকে উদয় হলো?
“শোন, ঘাবড়ানোর কিছু নেই। রাঙ্গাপিসি এখন অনেক ভালো আছেন। ডঃ সান্যাল চলে এসেছেন, দেখছেন। ডঃ সিদ্ধার্থ চ্যাটার্জিকেও খবর দেওয়া হয়ছে। উনি ফর্টিস থেকে রওনা দিয়ে দিয়েছেন। হি উইল বি ইন এনি টাইম। আমরা সবাই আছি। তুই চাপ নিস না। ধীরে সুস্থে আয়।“, একনিশ্বাসে কথাগুলো বলে মিতুনদি থামলো।
“আমি অলমোস্ট পৌঁছে গেছি”, বলতে না বলতেই ফোনটা কেটে গেলো। খুব কলড্রপ হচ্ছে আজকাল। মিতুনদির কাছ থেকে মোটামুটি একটা ইনফো পেয়ে একটু নিঃশ্চিন্ত হলো দেবাংশু। মিতুনদি বেশ ম্যানেজার টাইপের মহিলা। যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন একা হাতে হ্যান্ডেল করতে পারে। উর্মি আবার ঠিক উল্টো স্বভাবের। প্রবলেমে পড়লেই ঘাবড়ে যায়।

বাড়ীতে পৌঁছে লগবুক সই না করেই গাড়ি ছেড়ে দিলো দেবাংশু। ড্রাইভার জগন্নাথ অবশ্যই দু’চার কিলোমিটার বাড়িয়ে লিখবে। তার বদলে তেল বেচে দু’পয়সা কামাবে। এটা এক ধরণের ঘুষ। জগাইয়ের মুখ বন্ধ রাখারজন্য। যাতে প্রথমদিনেই রিনকি মিত্রের ফ্ল্যাটে যাওয়ার ঘটনাটা গোপন রাখে। কিংবা যদি বলেও, যেন একটু রেখে ঢেকে মোলায়েম করে বলে।

বাড়ীতে ঢুকে দেবাংশু দেখলো বাড়ী লোকারণ্য। পাশের বাড়ীর মলয়কাকু, তার স্ত্রী, বেহালা থেকে ছোটোমাসি এবং তার মেয়ে, নাগেরবাজার থেকে পিসতুতো দাদা, বউদি, এমনকি হাওড়া থেকে ছোটোমামা তার বউমাকে নিয়ে চলে এসেছেন। ডঃ সান্যাল তো আছেনই সন্ধ্যা থেকে, ডঃ সিদ্ধার্থ চ্যাটার্জিও চলে এসেছেন। মাকে দেখে এসে ড্রয়িং রুমে বসেছেন তারা; নিচুগলায় ডাক্তারি আলোচনা চলছে। দু’কাপ চা আর বিস্কিট নিয়ে ঢুকলো মিতুনদি। ওনাদের সামনে চা-টা রেখেই, দেবাংশুকে দেখে বলে উঠলেন, “তুই এসেছিস? যাক ভালোই হলো, তুই ফ্রেস হয়ে ড্রেস চেঞ্জ করে আয়। আমি চা নিয়ে আসছি।“

যেন সিরিয়াস কিছুই হয় নি, এমনই কুল আ্যপ্রোচ মিতুনদির। নার্ভ খুবই স্ট্রঙ্গ ভদ্রমহিলার। “হাউ ইজ সি, ডক্টর?” ওর কথায় কান না দিয়ে, ডাক্তার সান্যালকেই ডাইরেক্ট প্রশ্ন করলো সে।

“ওয়েল, সি হ্যাড এ মাইল্ড স্ট্রোক। নাউ ইউ ক্যান সে, সি ইজ অলমোস্ট আউট অফ ডেঞ্জার। বাট….” উত্তরটা এলো ডঃ চ্যাটার্জির কাছ থেকে, “বয়সটা তো ভালনারেবেল। সেই কারণে আমি কোনো চান্স নিতে চাই না। একজন ট্রেইন্ড নার্স ডেপ্যুট করতে হবে। অক্সিজেন সিলিন্ডারেরও আ্যরেঞ্জমেন্ট করে রাখুন। ডঃ সান্যাল তো আপনাদের পাড়াতেই থকেন। কিছু এমারজেন্সি হলে, জাস্ট গি’ম্মি আ কল”।

“তুই কিছু চিন্তা করিস না। এভরিথিঙ্গ হ্যাজ বিন আ্যরেঞ্জড। ট্রেইন্ড নার্স চলে আসছে আধা ঘন্টার মধ্যে। আগামী বাহাত্তর ঘন্টা রাউন্ড দ্য ক্লক থাকবে একজন করে। আঁচন অক্সিজেন আনতে গিয়েছে, এসে পড়লো বলে”। মিতুনদি ঘর থেকে যায় নি। বোঝাই যায়, সে যখন কলকাতায় ছিল না, এই মিতুনদিই তার বাবা-মায়ের দেখাশুনো করেছে। তাই মায়ের শরীর খারাপ হতেই বাবা, ব্যস্ত কর্পোরেট সেক্টরের চাকুরে ছেলে এবং নার্ভাস টাইপের বউমার উপর ডিপেন্ড না করে, মিতুনদিকেই খবর দিয়েছিলেন।

কিন্তু আঁচন, মিতুদির একমাত্র সন্তান, সেই বাচ্চা ছেলেটা কবে এতোটা বড়ো হয়ে গেলো! তার বিয়ের সময় নীতবর সেজেছিলো, আর জেদ করছিলো উর্মিকে বিয়ে করবে সে। তাই নিয়ে সবার কি হাসাহাসি। সারাটা বাসর নতুন মামীর পাশেই বসেছিলো, আর শেষকালে তার কোলে মাথা রেখেই শুয়ে পড়েছিলো। ফুলশয্যার দিন জেদ ধরলো মিমীর কাছেই শোবে। উর্মিকে মিষ্টিমামী বলে ডাকতে শিখিয়েছিলো মিতুনদি। "মিষ্টিমামী" পুরো শব্দটা বলতে পারতো না আঁচন, তাই মিমি বলেই ডাকতো, আর সারদিন তার আঁচল ধরে থাকতো। সেই ছেলে এতো বড়ো হয়ে গেছে যে অক্সিজেন আনতে গিয়েছে!

[Image: 340826263-3660625817498220-5350278515985509823-n.jpg]
ভালবাসার ভিখারি
[+] 3 users Like দীপ চক্কোত্তি's post
Like Reply


Messages In This Thread
RE: সেক্টর ফাইভের সেক্স - by দীপ চক্কোত্তি - 20-04-2023, 10:31 PM



Users browsing this thread: 1 Guest(s)