16-04-2023, 11:13 PM
(11-04-2023, 03:04 AM)ray.rowdy Wrote:সময় নাও. একটা কথাই বলবো যতক্ষণ না পর্যন্ত নিজেকে উজ্জীবিত বোধ করছো, লেখা শুরু করো না. পাঠক/পাঠিকাদের কাছে ভালো লেখার কদর সবসময়, কখনও তাতে ভাটা পড়ে না. দেখবে তুমি ঠিক তোমার গন্তব্যে পৌঁছে যাবে.
আরো একটা কথা, যদি তুমি প্রথম থেকেই গল্পের পরিসমাপ্তি ভেবে রাখো, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়. এই ধরণের গল্পের ক্ষেত্রে বেশীর ভাগ সময়েই লেখক/লেখিকাদের সঙ্গে যা ঘটে থাকে তা হলো, ওরা নিজের কল্পনায় প্রেরিত হয়ে লেখা শুরু করে দেয় ঠিকই, কিন্তু গল্পের পরিসমাপ্তি ভেবে না রাখার দরুণ আর কল্পনায় উত্তেজক মুহূর্তগুলো মনে বারবার আউড়ে একধরনের পরিশ্রান্ত হয়ে যায়, আর একঘেয়েমি বোধ করতে শুরু করে. আর পরিসমাপ্তি আগে থেকে ভেবে না রাখার দরুণ হয় মাঝপথে অসমাপ্ত রেখে দেয় নয়তো দায়সারা গোছে শেষ করে.
যাই হোক, তোমার লেখার মান নিয়ে কখনও কোনো সন্দেহ ছিলো না. শুভেচ্ছা রইলো. আমারাও এই সুন্দর গল্পটির একটি সুন্দর পরিসমাপ্তি দেখতে চাই.
অবশ্যই গল্পের পরিসমাপ্তি ভেবে রাখা আছে। আসলে মাঝে মাঝে এরকম একটা করে স্পেল আসে যখন লিখতে ইচ্ছে করে না। মনে হচ্ছে সেই স্পেলটা কাটিয়ে উঠেছি।