16-04-2023, 07:37 PM
(16-04-2023, 10:50 AM)Sanjay Sen Wrote: তাহলে নতুন থ্রেড খুলেই শুরু করতে চলেছ তোমার নতুন উপন্যাস। তুমি আবার ফিরে আসছো স্বমহিমায়, এর থেকে ভালো খবর আর কি হতে পারে! তবে বাবান বাবু যেটা বলেছেন, খুব একটা ভুল বলেননি। তোমার লেখার স্টাইল এখন একদম পাল্টে গিয়েছে। প্রকৃতির বর্ণনা হোক বা যৌনদৃশ্যের - যা ভাষা ব্যবহার করছো সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি হয়তো বলতে পারো তাতে তোমার পাঠক সংখ্যাও কমেনি আর ভিউসও আকাশছোঁয়া। কিন্তু তবুও বলবো অন্তত যখন যৌনদৃশ্যের বর্ণনা লিখবে এবং কথোপকথনের ব্যবহার করবে তখন দয়া করে আমরা সবাই বুঝতে পারি সেইরকম করেই লিখো। যাইহোক অপেক্ষায় থাকবো আগামী শনিবারের।
আমার বাকি থ্রেডগুলি আমার সমস্ত পাঠক বন্ধুদের জন্য, কারণ তাদের জন্যই তো লিখি। কিন্তু সৃষ্টি থ্রেডটা শুধুমাত্র আমার নিজের জন্য, অর্থাৎ আমার মনের পুষ্টির জন্য। তাই ওটাকে আর কলুষিত করতে চাইনি, সেই জন্যই নতুন থ্রেড খুললাম।
রেপুটেশন, ভিউস .. এইসব কিছুর জন্য আমি লিখি না, এটা এতদিনে তোমাদের সকলের বুঝতে পেরে যাওয়া উচিৎ। তাই ভিউজ বাড়ুক বা কমুক, পাঠকরা আসুক বা না আসুক, আমার লেখার স্টাইল যেরকম ছিলো, সেরকমই থাকবে। এই সিরিজের ক্ষেত্রে প্রথমদিকে একটু মজা এবং তার সঙ্গে intelligency মেশানো থাকবে আর অযথা জ্ঞানের কথা হবে না, এ কথা তো আগেই বলে দিয়েছি .. তাই বাকি প্রশ্ন অবান্তর। সঙ্গে থাকো এবং পড়তে থাকো।