16-04-2023, 10:50 AM
তাহলে নতুন থ্রেড খুলেই শুরু করতে চলেছ তোমার নতুন উপন্যাস। তুমি আবার ফিরে আসছো স্বমহিমায়, এর থেকে ভালো খবর আর কি হতে পারে! তবে বাবান বাবু যেটা বলেছেন, খুব একটা ভুল বলেননি। তোমার লেখার স্টাইল এখন একদম পাল্টে গিয়েছে। প্রকৃতির বর্ণনা হোক বা যৌনদৃশ্যের - যা ভাষা ব্যবহার করছো সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি হয়তো বলতে পারো তাতে তোমার পাঠক সংখ্যাও কমেনি আর ভিউসও আকাশছোঁয়া। কিন্তু তবুও বলবো অন্তত যখন যৌনদৃশ্যের বর্ণনা লিখবে এবং কথোপকথনের ব্যবহার করবে তখন দয়া করে আমরা সবাই বুঝতে পারি সেইরকম করেই লিখো। যাইহোক অপেক্ষায় থাকবো আগামী শনিবারের।