15-04-2023, 09:01 PM
(15-04-2023, 03:39 PM)Somnaath Wrote: মৈত্র মশাই is back with bang ... আবার সেই উদ্দাম যৌনতা, আবার সেই পাগল করা বর্ণনা, আবার সেই অসাধারণ লেখনীর সাক্ষী হতে চলেছি আমরা। ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। অপেক্ষায় রইলাম আগামী শনিবারের।
আমি যেরকম বালছাল গল্প লিখি, সেরকমই লিখবো। অন্য ধারার বা অন্য আঙ্গিকের কিছুই পাবে না, সেটা প্রথমেই বলে দিলাম। তবে এখানে প্রথমদিকে বেশ কিছু কমিক সিকুয়েন্স পাবে, যেখানে বুদ্ধিমত্তার ছোঁয়া থাকবে। বাকিটা আমার সিগনেচার।
(15-04-2023, 03:39 PM)Boti babu Wrote: আবার নতুন গল্পের পথচলা , ভালো মনেতো হয় খুব দারুণ কিছু একটা হবে।
আশা করি , বরাবরের মতোই তোমাকে পাশে পাবো