Thread Rating:
  • 17 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
অন্ধকারের গান --- রাখাল হাকিম
#20
মাথাটা একটু ঠাণ্ডা হওয়ায় কাজেই ফিরে যেতে চেয়েছিলাম। হঠাৎই মনে পরলো মিনার কথা। শিক্ষিতা একটা মেয়ে, অথচ মাত্র দু হাজার টাকার জন্যে আমার বাড়ীতে কাজ করছে। তার রান্না করা খাবার ঠিক সময়ে এসে না খেলে খুব রাগও করে।
একটু আন্য রকম, জেদী প্রকৃতির মেয়ে। আমি কাজে না গিয়ে সরাসরি বাড়ী ফিরে গিয়েছিলাম। দেখলাম, বসার ঘরের সোফাতেই ঘাড়টা ডানায় ঠেকিয়ে, মুখটা ছাদের দিকে করে ঘুমুচ্ছে। পরনের কামিজটা বোধ হয় গায়ে অতিরিক্ত টাইটই লাগছে। ভারী স্তন দুটি কামিজটার ভেতর থেকে ফেটে ফেটে বেড় হবারই বুঝি উপক্রম করছে। যার জন্যে অধিকতর সেক্সীই লাগছিলো।

আমি মিনার ঘুমটা ভাঙাতে চাইলাম না। নিঃশব্দেই খাবার ঘরে এগিয়ে গেলাম। টেবিলে ঠিক মতোই খাবার সাজানো আছে। হাত মুখটা ধুয়ে খেতে বসে গেলাম।
 
আমার চলাফেরার শব্দেই বোধ হয়, মিনার ঘুমটা পাতলা হয়ে গিয়েছিলো। সে খানিকটা নড়ে চড়ে, আবারো ঘাড়টা সোজা করে ঘুমুতে থাকলো। ঘুমে মাথাটা দোলে দোলে ঝুকে ঝুকে পরছে। মনে হলো রাজ্যের ঘুমই বুঝি তার চোখে। থাকবেই না বা কেনো। ঘর গোছালীর সমস্ত কাজ শেষ করে, অধিক রাত পর্য্যন্তই বুঝি নিজ পড়ালেখা করে। আমার খুব মায়া পরে গেলো মিনার উপর।

ভেবেছিলাম, মিনার ঘুমটা ভাঙাবো না। তারপরও ডাকলাম, মিনা, বিছানায় গিয়ে ঘুমাও।
মিনা চোখ খুললো, বললো, মামা, আপনি এসেছেন? ঘুমুচ্ছি না তো। এমনি একটু ঝিমুনী এসেছিলো। আপনি খেয়ে নিন।
আমি বললাম, তোমার অনুমতি না নিয়েই কিন্তু খেয়ে ফেলেছি। খুব ক্ষুধা লেগেছিলো। তুমি খেয়েছো?
মিনা বললো, না, খাবো। আপনি ব্যাস্ত হবেন না।
[+] 3 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: অন্ধকারের গান --- রাখাল হাকিম - by ddey333 - 15-04-2023, 06:08 AM



Users browsing this thread: