14-04-2023, 08:17 PM
এতোদিন পর এসে একটা কথা বলতেি হচ্ছে,
মোমো আর সুখের মাঝে যেটা আছে সেটা সুখের তরফ থেকে ভালোবাসা বা কিচ্ছু না। ওর হাবভাবে একটা জিনিস স্পষ্ট ফ্রিতে একটা শরীর পেয়েছে আর মাথা গুজার ঠিকানা। এতেই ওর শান্তি। নইলে প্রতিটা মোমো সুখের দৃশ্যে সুখ কে বারবার কামভাবে দেখা যায় কেন? কথায় কথায় শরীরে হাত চড়ে বেড়ায়৷ স্বামী স্ত্রীর মাঝে কে শুধুই শরীরের খেলা চলে??
দ্বীপশিখা যেহেতু একাই চলে গেল তাতে এবারও পালি সুখের দেখা হবার সম্ভাবনা নেই। আর আমার মতে পালির অন্যদিকে মন দেয়া দরকার কেন না সুখের মনে তো ও নেই। তিক্ত হলেও সত্য সুখ এখন অব্দি শরীর খুঁজে গিয়েছে মন নয়।
মোমো আর সুখের মাঝে যেটা আছে সেটা সুখের তরফ থেকে ভালোবাসা বা কিচ্ছু না। ওর হাবভাবে একটা জিনিস স্পষ্ট ফ্রিতে একটা শরীর পেয়েছে আর মাথা গুজার ঠিকানা। এতেই ওর শান্তি। নইলে প্রতিটা মোমো সুখের দৃশ্যে সুখ কে বারবার কামভাবে দেখা যায় কেন? কথায় কথায় শরীরে হাত চড়ে বেড়ায়৷ স্বামী স্ত্রীর মাঝে কে শুধুই শরীরের খেলা চলে??
দ্বীপশিখা যেহেতু একাই চলে গেল তাতে এবারও পালি সুখের দেখা হবার সম্ভাবনা নেই। আর আমার মতে পালির অন্যদিকে মন দেয়া দরকার কেন না সুখের মনে তো ও নেই। তিক্ত হলেও সত্য সুখ এখন অব্দি শরীর খুঁজে গিয়েছে মন নয়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।