Thread Rating:
  • 17 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
অন্ধকারের গান --- রাখাল হাকিম
#5
আমি তানিয়ার মায়ের মায়া কান্নায় গলতে চাইলাম না। কঠিন গলায় বললাম, জানেন, আপনার বিরূদ্ধে আমি কেইস করে দিতে পারি। আমাকে সহজ সরল পেয়ে, একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের রশিতে ঝুলিয়ে দিয়েছেন।

তানিয়ার মা ধপাস করেই খাটটার কিনারায় বসলো। অনুযোগের গলাতেই বললো, একি বলছো খোকা? তোমাকে ছোটকাল থেকেই চিনি। তুমি আমাকে না জানলেও, তোমাদের বংশ মর্যাদা, অর্থ প্রতিপত্তি, ক্ষমতার কথা কেই বা না জানে। তুমি আমাকে পথে বসিও না বাবা। বললাম তো, তানিয়া আগামী আগষ্টে বিশে পা দেবে। শুধু বুদ্ধিটাই হয়নি। আমি তো চেয়েছিলাম, তোমার পরিবার এর সবার সাথেই আলাপ করতে।
আমি বললাম, কার সাথে আলাপ করতেন? আমার তো কেউ নেই। শৈশবেই মাকে হারিয়েছি। বড় বোন পাপড়ি সেই কবে বাড়ী থেকে পালিয়েছে। মেঝো বোন মৌসুমী সুইসাইড করেছে। আর ছোট বোন ইলা কোথায় আছে কেউ জানে না। বাবাও সেই শোকে মৃত্যু বরণ করেছে।
তানিয়ার মা বললো, সব জানি খোকা, সব জানি। আর তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাইবে, তা কখনো স্বপ্নেও ভাবিনি। আমি যখন আমার আত্মীয় স্বজন সবাইকে জানালাম, খোকা তানিয়াকে বিয়ে করতে চাইছে, তখন সবার কি আনন্দ! আমার কথা না হয় বাদ দাও। এতগুলো মানুষের মনের আনন্দ তুমি মাটি করে দিও না। তানিয়াকে আমি বুঝাবো। তুমি তানিয়াকে যেমন করে পেতে চাও, ঠিক তেমন করেই পাবে।
আমার মেজাজটাই খারাপ হলো। এই বুড়ী বলে কি? আমি কি টিয়ে পাখি বিয়ে করেছি নাকি?
চারিদিক অন্ধকার হয়ে আসে। আমি একাকীই রাজপথে হাঁটতে থাকি। জীবনটা এমন কেনো? উর্মি, খুশী, শিখা, শেষ পর্য্যন্ত তমা। সবাই জীবন থেকে হারিয়ে গেলো। মিতুকে এত ভালবাসলাম, তারপরও জীবন সংগিনী করে পেলাম না। অহনা, কি এত দেমাগ তার? তাই বলে তানিয়া? একটা অবুঝ মেয়ে! আমার বউ।
Like Reply


Messages In This Thread
RE: অন্ধকারের গান --- রাখাল হাকিম - by ddey333 - 14-04-2023, 03:56 PM



Users browsing this thread: