14-04-2023, 12:39 AM
মহব্বত আলী খান, বংশ পরম্পরায় পাওয়া ৬ ফুট ৩ ইঞ্চি দীর্ঘ দেহী ২৩ বছরের তাগড়া যুবক। চেহারায় বাপের সারল্য নেই, কাঠন্য আছে আর রং নিয়েছে তা র পরদাদার মত কুচকুচে কালো, সোজা বাংলা নিগ্রো। বাপ মায়ের দিকে মোটেই যায়নি! ৪২ ইঞ্চি কোমরের ৬০ ইঞ্চি ছাতি তার, কোকড়ানো লম্বা চুল, দেখলে যে কেউ ভয় পাবে। তার ফিরে আসাতে গ্রামের অর্ধেক লোকই ভয়ে চুপসে গেছে। শরীরের গুরুত্ব যে কি তা মহব্বত কে দিয়ে বুঝা যায়, সাথে আছে উচ্চশিক্ষা। অবশ্য এর পেছনে ১৪ বছরে বিয়ে করে মা হওয়া শায়লার অবদান অনস্বীকার্য। একমাত্র সন্তান নিয়ে সে মেট্রিকুলেশন পাশ করেছে। তার অদম্যতা ছেলে মহব্বতের মধ্যেও আছে।