14-04-2023, 12:05 AM
সাথে আছেন শায়লা ফরিদা খানম, সদর আলীর সৎ সঙ্গী, মহব্বতের আম্মা! স্বামী শুশ্রূষায় হার না মানা একজন শক্তমনের নারী, যে সকল বিপদে সদর আলীর বিশ্বস্ত অংশীদার। বয়সে সদর সাহবের চেয়ে ৩৭ বছরের ছোট কিন্তু বুদ্ধিতে সদর সাহেবকেও ছাড়িয়ে যায়। গরীব ঘরে বড় হওয়া শায়লার আব্বা ছিল এক সময়ের তহশীলদার। তিনি দেখাশোনা করতেন খানদের জমিদারি পরগণার যত হিসেব নিকেশ। হঠাৎ মৃত্যুতে মাদ্রাসা শিক্ষক আলী খেই হারিয়ে ফেলে জমিজমা নিয়ে, তার উপর শায়লা বেগমের মা ছোটকালেই ইন্তেকাল করছেন। এর দায়িত্বও উনার কাঁধেই। ঐদিকে ৫১ বছরের সদর আলী বিয়ে করবেন না বলে ঠিক করেছিলেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর। এখন সমাজ আর ধর্মের কথা চিন্তা করে শায়লাকে বিয়ে করতে বাধ্য হন ভালো মানুষ সদর আলী। সেছাড়া উপায় ছিল না প্রথম স্ত্রীর প্রেম মজে থাকা সদর আলী খান।