13-04-2023, 11:46 PM
সদর আলী শিক্ষিত মানুষ, ছিলেন আলিয়া মাদ্রাসার সুপরিচিত ও নন্দিত শিক্ষক। অবসর জীবনে এসে তারই দয়ায় বেড়ে উঠা মানুষ গুলো পিঠে ছুড়ি মারবে কে জানতো! তারপর আছে ডায়াবেটিসের হার না মানা দূর্বলতা, এই গেলো মাসেই ঢাকায় এ্যাপোলোতে চিকিৎসাধীন ছিলেন। এই জমি নিয়ে গত দু বছরের গন্ডগোল ই দায়ী তার এই শারীরিক অবস্থার জন্য। মহব্বত আলী তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইনে মাস্টার্স করছিল। ছেলের পড়াশোনার শেষ প্রান্তে এমন ঝামেলা সাথে তার অবসর ভাতায় মামলা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তাও খোদাপাক মালিক, ছেলেটা রেকর্ড মার্ক নিয়ে পাশ করেছেে, এবার বার লাইসেন্স পেলেই বেঁচে যাই। মহব্বত যোগ দেয়াতে সদর আলীর অনেকাংশে চিন্তা কমে যায়।