13-04-2023, 11:26 PM
সুনামগঞ্জের তাহিরপুরের জলদিয়া গ্রাম, হাওর বেষ্টিতো সবুজ বনানীতে ঘেরা, আধুনিক সভ্যতা থেকে কিছুটা পিছানো। শহর থেকে প্রায় ৩০ কিমি দূরে। যোগাযোগ মাধ্যম তাদের নৌকো। এইখানকার মানুষ পেশায় বেশীরভাগই জেলে আর কৃষক। সপ্তাহে একবার শহরে যায় মাছ আর শস্যাদি বেচা কেনা করতে।
সবে ৫০ ঘরের বাস। এই পেশার মানুষেরা হয় সহজ সরল কিন্তু কার কূটচালে যেন কলুষিত হয়ে গেছে গ্রামের মানুষ। একসময় জলদিয়ার খান জমিদারেরা ছিল জগদ্বিখ্যাত,। মোঘল বাংলার সুবেদারেরাও সমীহ করতো তাদের শক্তিশালী জমিদারি নৌ সেনার জন্য।
সবে ৫০ ঘরের বাস। এই পেশার মানুষেরা হয় সহজ সরল কিন্তু কার কূটচালে যেন কলুষিত হয়ে গেছে গ্রামের মানুষ। একসময় জলদিয়ার খান জমিদারেরা ছিল জগদ্বিখ্যাত,। মোঘল বাংলার সুবেদারেরাও সমীহ করতো তাদের শক্তিশালী জমিদারি নৌ সেনার জন্য।