13-04-2023, 05:32 AM
(13-04-2023, 03:35 AM)Manali Basu Wrote: সবাই কে করজোড়ে অনুরোধ যে গল্পের রেটিং টা ফাইভ ষ্টার দিয়ে গল্পটিকে জনপ্রিয় করে তুলুন। আমি দেখছি আবার কিছু অকালকুষ্মান্ড ইচ্ছাকৃতভাবে আমার গল্পের রেটিং কমিয়ে এনে two ষ্টার করে দিয়েছে। আমি বারবার xossipy অ্যাডমিনদের বলেছি যে kindly কারা কারা কতো রেটিং দিচ্ছে সেই পরিসংখ্যান গুলো সর্বসমক্ষে রাখা হোক , তাহলেই fake রেটিংস এর দলবল গুলোকে ধরা যাবে।
আরে যদি এক মায়ের সন্তান হয়ে থাকো তাহলে সামনে এসে গল্পের সমালোচনা করো , আমি তো কাউকে আটকাইনি। কাপুরুষের মতো একটা মেয়েকে ভয় পেয়ে তোমরা পেছন থেকে কলকাঠি নাড়ছো। লজ্জা করেনা নিজেদের পুরুষ বলে পরিচয় দিতে ??
আপনি রেটিং, রেপু, লাইক এইসবে পাত্তা না দিয়ে লিখে যান। গল্পের ভিউ একটা বড় ইন্ডিকেটর রিডারশিপের। আপনি দিনের যেকোন সময় লক্ষ্য করলে দেখবেন যে কয়জন একাউন্ট সহ লগিন করা মিনিমাম তার তিনগুণ পাঠক তখন লেখা পড়ছে এবং যাদের বেশিরভাগের হয়ত একাউন্ট নেই বা বেশিরভাগ সময় লগিন করে না। এই যে একাউন্টহীন এত এত পাঠক একটা লেখা পড়ে সেটার একটা মূল্য আছে।
আর পাঠক যারা গল্প শুরু হবার এক দুই পর্বের মধ্যে গল্প জাজ করেন তাদের ব্যাপারটা আমি বুঝি না। গল্পের ফ্লো আসতে সময় লাগে, সেটা না বুঝেই এক/দুই পর্ব পড়ে বা না পড়ে যেভাবে তারা দাগায় এটা বড় আশ্চর্য কান্ড। এটার মানে হল এই পাঠকরা বেশির ভাগ সময় গল্প পড়েন না বা গল্প বুঝেন না। হয়ত কোন এক ক্যাটেগরির গল্প তাদের ভাল লাগে তাই সেখানে খালি তারা আর তারা, বাকি খানে একতারা। আমি নিজে যথেষ্ট পরিমান পর্ব না আসা পর্যন্ত কোন তারা দিই না। আবার আমার পছন্দের না যেসব ক্যাটেগরির সেইসব গল্পে তারা দাগাই না কারণ সেগুলো যত ভাল হোক আমার ভাল লাগবে না। তাই সেইসব গল্পে তারা দাগানো লেখকের প্রতি সুবিচার হবে না। এইজন্য আমার মনে হয় এই তারা তারা খেলা বন্ধ করে দেওয়া দরকার এই সাইটে। তাহলে গল্প না পড়ে এইসব তারা দেওয়া বন্ধ হবে এবং লেখকদের প্রতি অবিচার বন্ধ হবে। অথবা আরেকটা বিকল্প হতে পারে যে গল্পগুলো কে ছোটগল্প, বড়গল্প আর নভেল এই তিন ক্যাটেগরিতে ভাগ করে দেওয়া যায় এবং লেখক নিজেই ক্যাটেগরি চুজ করতে পারবেন। একবার চুজ করা হলে সেটা আর পরিবর্তন করা যাবে না মডারেটর ছাড়া। এরপর ছোট গল্প হলে ২০০০ শব্দ, বড় গল্প হলে ৬০০০/৭০০০ শব্দ এবং নভেল হলে ১৫,০০০ শব্দ না হওয়া পর্যন্ত এই থ্রেডগুলোতে স্টার রেটিং চালু হবে না। এই ক্ষেত্রে খুব পর্ব না পড়ে বা নিজের অপছন্দের জনরা হলে তাতে জোর করে কম রেটিং দেবার হার কমবে।
আর মানালী আপনার ক্ষোভ হবে সেটাই স্বাভাবিক তবে সেই কারণে আবার লেখা বন্ধ করে দিবেন না। আপনি আপনার মত লিখে যান। আপনার নির্দিষ্ট একটা পাঠকগোষ্ঠী আছে এটা কিন্তু একটা বড় অর্জন। আপনি এর আগের বার রাগ করে যখন চলে গেলেন তখন আপনার ছাড়া ক্ষতি কার হয় নি। যারা আপনার গল্প রিপোর্ট করেছিল তারাই এক প্রকার জিতেছিল কারণ লেখক চুপ করে গেলেই তাদের লাভ। একটু কষ্ট করে তাই লিখে গেলে দেখবেন লেখায় পাঠকরা মন্তব্য, রেটিং দিবে। ভাল লেখা পাঠক সময় করে নিজেই খুজে নিবে। তাই লিখতে থাকুন। কলম থামাবেন না।