12-04-2023, 02:32 PM
উফ !! বাঁচলাম। মা তো শুরু হলে আর থামতেই চাই না। কিন্তু মা আজকে ওই প্রসঙ্গ নিয়ে এল কেন। আমার চাকরী বাড়ীর কাছেই পোষ্টিং পেয়েছিলাম এই বড়জোড় ১০ কিমির মধ্যেই কিন্তু মায়ের আপত্তিতে ও বাবার উপরমহলে অঙ্গুলীহেলনে প্রায় ২৫০ কিমি দূরে পোষ্টিং নিতে হয়েছিল। প্রথমে খুব কষ্ট হয়েছিল মা'কে ছেড়ে আসতে। পরে আস্তে আস্তে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি বা বলতে পারেন মেনে নিতে হয়েছে। এখন বুঝতে পারি যে মা সেদিন সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। নইলে আমাকে বাঁচানো যেত না। এটা খুব তেঁতো সত্যি যে পৃথিবীর কোনো মা তাঁর সন্তানের খারাপ চাই না। আমরাই কিছু বোকা-গাধা-বাঁদরের দল-অকৃতজ্ঞ-বেইমান-কুসন্তান এই রূঢ় সত্যটা বুঝতে পারিনা না বুঝিনা না কি বুঝতে চাই না। এর উত্তর আমার জানা নেই।