12-04-2023, 02:29 PM
একদিন অফিসে প্রচন্ড ব্যস্ত। বিভিন্ন ধরণের সমস্যা। এই দুপুর ২/২.৩০টা হবে তখন, প্রচন্ড ঝড়-বৃষ্টি আরম্ভ হলো। সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের ঝলকানি। কিছু অধ:স্তন সহকর্মীদের নিয়ে মিটিং করছি। মোবাইলে একটি মেসেজ এল। দেখার সময় নেই। পরবর্তী মিনিট দশেকের মধ্যে প্রায় আরোও বেশ কয়েকটি। গুরুত্বপূর্ণ মিটিং চলছে আর বারবার টুংটাং আওয়াজটা বেশ বিরক্তিকর শুধু নয় মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। ভাইব্রেট করে দিলাম। একবার দেখলামও না যে কে বা কার মেসেজ।
যাইহোক প্রায় সাড়ে ৪টা নাগাদ মিটিং শেষ করলাম। এতক্ষণে ফ্রী হলাম। মোবাইলটা ভাইব্রেট করছে। এতক্ষণে মনে পড়ল যে মোবাইলটা তো সেই তখন থেকেই এই অবস্থাতেই আছে। রিসিভ করলাম। মা ফোন করেছে। প্রায় ৭/৮ বার। এই মরেছে, এইবার তো আর রক্ষে নেই শুভ।
- হ্যাঁ মা, বল।
- তুই ঠিক আছিস তো বাবা, ফোন ধরিস না কেন।
- ভালোই আছি, ওই মিটিং ছিল, একটু ব্যস্ত ছিলাম। তোমরা সবাই ভালো আছ তো।
- এই আছি, আমি একটু ভয় পেয়েছিলাম রে।
- না মা, চিন্তার কিছু নেই। এত তাড়াতাড়ি মরব না।
- মারব এক থাপ্পড়, ফের যদি এইসব উল্টোপাল্টা বলবি তো। হ্যাঁরে, দুপুরে কিছু খেয়েছিস তো, না কী খালি পেটেই মিটিং করলি। তোর তো আবার মিটিং কম হুঙ্কার বেশি।
এটা ঠিক যে আমি অনলাইন যতটাই খচ্চর অফলাইন অফিসেও ঠিক ততটাই। মানে অফিসিয়াল কাজে বা দায়িত্বে আমি কোনরকম অবহেলা বা গাফিলতি একদম বরদাস্ত করি না আর কোনদিন করবও না। একজন বশ হিসাবে যেভাবে সবাইকে হ্যান্ডেল করা দরকার ঠিক সেভাবেই ট্যাক্টফুলি ম্যানেজ করি। তাঁর মানে এই নয় যে আমি নিষ্ঠুর বা পাষাণ। অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ আমি। প্রচন্ড আবেগতাড়িত আবার পক্ষান্তরে প্রচন্ড ধূর্ত ও চালাক। আস্তে আস্তে সব জানতে পারবেন। একটু হাল্কা টাচ্* দিলাম।
যাইহোক প্রায় সাড়ে ৪টা নাগাদ মিটিং শেষ করলাম। এতক্ষণে ফ্রী হলাম। মোবাইলটা ভাইব্রেট করছে। এতক্ষণে মনে পড়ল যে মোবাইলটা তো সেই তখন থেকেই এই অবস্থাতেই আছে। রিসিভ করলাম। মা ফোন করেছে। প্রায় ৭/৮ বার। এই মরেছে, এইবার তো আর রক্ষে নেই শুভ।
- হ্যাঁ মা, বল।
- তুই ঠিক আছিস তো বাবা, ফোন ধরিস না কেন।
- ভালোই আছি, ওই মিটিং ছিল, একটু ব্যস্ত ছিলাম। তোমরা সবাই ভালো আছ তো।
- এই আছি, আমি একটু ভয় পেয়েছিলাম রে।
- না মা, চিন্তার কিছু নেই। এত তাড়াতাড়ি মরব না।
- মারব এক থাপ্পড়, ফের যদি এইসব উল্টোপাল্টা বলবি তো। হ্যাঁরে, দুপুরে কিছু খেয়েছিস তো, না কী খালি পেটেই মিটিং করলি। তোর তো আবার মিটিং কম হুঙ্কার বেশি।
এটা ঠিক যে আমি অনলাইন যতটাই খচ্চর অফলাইন অফিসেও ঠিক ততটাই। মানে অফিসিয়াল কাজে বা দায়িত্বে আমি কোনরকম অবহেলা বা গাফিলতি একদম বরদাস্ত করি না আর কোনদিন করবও না। একজন বশ হিসাবে যেভাবে সবাইকে হ্যান্ডেল করা দরকার ঠিক সেভাবেই ট্যাক্টফুলি ম্যানেজ করি। তাঁর মানে এই নয় যে আমি নিষ্ঠুর বা পাষাণ। অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ আমি। প্রচন্ড আবেগতাড়িত আবার পক্ষান্তরে প্রচন্ড ধূর্ত ও চালাক। আস্তে আস্তে সব জানতে পারবেন। একটু হাল্কা টাচ্* দিলাম।