12-04-2023, 01:44 PM
এখন অবধি ১০দিন অতিক্রান্ত। আমি কিন্তু গসিপ.কম-এর রেজিষ্টার্ড মেম্বার নই। বলা যায় ফ্লাইং মেম্বার। মন চাইছেও না। কেননা আমি চিরকালই একটু আড়ালে থাকতে ভালোবাসি। আমায় নিয়ে বেশি মাতামাতি বা আলোচনা হোক এটা কখোনই আমি চাই নি বা চাই না। আর তাছাড়া মনে একটা ভয় ছিল যে কিসের জোরে বা অহংকারে ইনট্রোডাকশন সেকশনে রেজেষ্ট্রী করব। শুভঙ্কর ভৌমিক তুমি কে বাছাধন, দু-চারটি RP করেই এত গর্ব -- এই কথাটা বারবার চাবুকের মত লাগছিল। কারণ যা করেছি সেটাতো আবার বাস্তব জগৎ অনুমোদন করে না। বাস্তবে যার নাম অজাচার, কেচ্ছা-কেলেংকারী। কল্পনা আর বাস্তব তো সম্পৃর্ণ আলাদা ও ভিন্ন। পৃথিবীতে এরকম বহু ঘটনা আছে যারা কল্পনার জগতে দাপাদাপি করেছে বেশ অহমিকা-দাম্ভিকতার সঙ্গে কিন্তু বাস্তবের মাটিতে তাদের আছাড় খেতে বেশি সময় লাগে না। শুভঙ্কর, বাবা একটু সামলে। সামলে বাবা।