11-04-2023, 05:03 PM
সেই দিনের পর যেন কেমন সব উলট-পালট হয়ে গেল। সময় বা সুযোগ পেলেই নেট ঘাঁটতে আরম্ভ করলাম। গসিপ.কম এ শুধু একটা জিনিস দেখলাম দেদার বিকোচ্ছে রোল প্লেয়িং। প্রথমে বুঝিনি। কিন্তু বিভিন্ন সাইটে নেড়ে-ঘেঁটে তন্নতন্ন করে খুঁজে ওই বিখ্যাত রোল প্লেয়িং সম্বন্ধে অনেক তথ্য যোগাড় করলাম। জানলাম রোল প্লেয়িং কি, কিভাবে এগোতে হয়, কী কী করা উচিৎ কী কী নয়। মোটকথা রোল প্লেয়িং পুরোপুরি আত্মস্থ করলাম। টানা প্রায় এক সপ্তাহ ষ্টাডি করলাম। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল। একটা পোষ্ট দেখে পিং করলাম। ভদ্রমহিলার পোষ্টখানা বেশ একটু আলাদা। আকর্ষণীয় এবং চমকপ্রদ। জয় মা কালি বলে পিং করলাম ঠিক রাত্রি এগারোটায়। কিন্তু কোথায় কী, দুইদিন কোনো উত্তর নেই। ভাবলাম, ধুর যত্তসব আজগুবি ফেক প্রোফাইল। হঠাৎ একদিন দুপুরে অফিসে খুব ব্যস্ত ঠিক যেন গরম কাটিয়ে এক পশলা বৃষ্টির মত আগমন, সেই বহুকাঙ্খিত অজানা হাতছানি। লোভ এড়াতে পারছিনা অথচ সরকারি দায়িত্ব এড়াতেও পারছিনা। টেক্সট করলাম ব্যস্ত আছি। ভাবলাম মাঠে নামার আগেই লালকার্ড। ম্যাচ মনে হয় শেষ। যাইহোক আবার অফিসের কাজে ডুব দিলাম। রাত্রে একবার পিং দিলাম। প্রায় এগারোটা নাগাদ। কী আশ্চর্য্য রেসপন্স এল। (এবার সংলাপ টা হুবুহু তুলে দিলাম)