11-04-2023, 05:02 PM
অবশ্য এটাও ঠিক যে, কল্পনায় মানুষ তো অনেক কিছুই করে ও অনেক দূর যায়. বাংলা প্রবাদগুলি তো আর মিথ্যে নয় – গল্পের গরু গাছে ওঠে বা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা. হাসিও পায়, ইতিহাসের একটি সুপ্রসিদ্ধ উক্তি মনে পরে গেল – সত্য সেলুকস! কি বিচিত্র এই দেশ.
যাই হোক সেদিন জুনাইদ আমাকে নিয়ে রাত প্রায় দুটো অবধি এই সাইটের ক্লাস নিয়েছিল. একেবারে প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছিল. আর আমিও ঠিক একজন শিক্ষানবিশের মত যতটা পেরেছিলাম হজম করেছিলাম. অবশ্য বোঝার চেয়ে কৌতুহল বেশি ছিল এবং সেই কৌতুহলটাই পুরো ব্যাপারটিকে আন্তরিক ভাবে মগজস্থ করতে সাহায্য করেছিল. যতই হোক – ফলটা তো সেই নিষিদ্ধ. আর মানুষের সহজাত ধর্ম হলো নিষিদ্ধ বস্তুর প্রতি অমোঘ আকর্ষণ. সেটি হয়ত আমরা শৈশবকাল থেকেই পেয়ে থাকি.
যাই হোক সেদিন জুনাইদ আমাকে নিয়ে রাত প্রায় দুটো অবধি এই সাইটের ক্লাস নিয়েছিল. একেবারে প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছিল. আর আমিও ঠিক একজন শিক্ষানবিশের মত যতটা পেরেছিলাম হজম করেছিলাম. অবশ্য বোঝার চেয়ে কৌতুহল বেশি ছিল এবং সেই কৌতুহলটাই পুরো ব্যাপারটিকে আন্তরিক ভাবে মগজস্থ করতে সাহায্য করেছিল. যতই হোক – ফলটা তো সেই নিষিদ্ধ. আর মানুষের সহজাত ধর্ম হলো নিষিদ্ধ বস্তুর প্রতি অমোঘ আকর্ষণ. সেটি হয়ত আমরা শৈশবকাল থেকেই পেয়ে থাকি.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)