11-04-2023, 03:32 PM
অলস দুপুর. আর তাছাড়া এই অসহনীয় গরম. এ.সি. আছে বলেই রক্ষে. নিলে এই কাঠফাটা গরমে অফিসে বসে কাজ করা যে কি দুষ্কর যাঁরা করছে তাঁরাই জানে. এই চাকরীতে আসার আগেই ঠিক করেছিলাম যে যদি কোনো অন্য সুযোগ চটজলদি পেয়ে যাই তাহলে ছেড়ে দেব কিন্তু সব সময় সব কিছু কি আমাদের মন মত চলে নাকি চলেছে. বাবা বলেছিলেন যে এই চাকরীতে নাকি অনেক সম্মান আছে, আছে যশ-খ্যাতি আরও না জানি কত কিছু. আমি প্রথমে খুব একটা পাত্তা দিই নি. ভেবেছিলাম আর পাঁচটা চাকরির মত এটাও সেই ছাপোষা চাকরি ক্ষোফত সুধু এই যে আমি অগিসের বস, গাড়ি আসবে আমায় নিতে আবার ছেড়ে যাবে. এ.সি. অফিস রুম, গাড়ি, সপ্তাহে শনি-রবি ছুটি, আর মাঝে মাঝে কিছু রুটিন ভিজিট. ব্যাস এটাই ভেবেছিলাম. সত্যিই যে এত যশ-খ্যাতি-সম্মান আছে জানতে পারিনি. আমি শুভঙ্কর ভৌমিক, WBCS-Gr.C, CDPO, কোনো এক ব্লক অফিস নাম টা নাই বা বললাম. চাকরি টা ছাড়তে মন চাইল না. কেননা এত সম্মান যে আমার এই ২৯ বছর বয়সে কপালে ছিল সেটা আর জানতাম না. এত অল্প বয়সে যে কোনো মানুষের ভাগ্যে এত কিছু জুটতে পারে ভাবতে পারিনি আর আশাও করিনি.