11-04-2023, 09:57 AM
(10-04-2023, 02:22 PM)Bumba_1 Wrote: যত পড়ছি তত হারিয়ে যাচ্ছি নিষিদ্ধ এক অনুভূতির মায়াজালে। মনে মনে রোমাঞ্চিত হচ্ছি, অনেক রকম অদ্ভুত চিন্তা আসছে মাথায়। এই বুঝি বড়বৌদির বিপদ হলো, এই বুঝি উনাকে একে একে বা সবাই মিলে, আদৌ কি উনি রহস্যের সমাধান করতে পারবেন! না কি .. থাক সে কথা। আসল কথা হলো প্রকৃত erotic thriller উপন্যাস ঠিক যেভাবে লেখা উচিৎ , সেভাবেই এগিয়ে চলেছে এটি। আমার শুভেচ্ছা রইলো
এই এই এই স্পয়লার করে দিচ্ছো স্পয়লার করে দিচ্ছো হেহেহে! থ্রিলার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা সেটা হয়তো এই মুহূর্তে জানা সম্ভব নয়। তবে চেষ্টা থাকবে একটা ভাল কাহিনী উপহার দেওয়ার।
সেদিন সঞ্জয়দার কাছে তোমার শরীর খারাপের কথা জেনে মনটা খুবই খারাপ হয়ে গেছিল দাদা। কিন্তু আবার স্বমহিমায় ফিরে এসেছো দেখে খুব খুশী হয়েছি। তবে একটা কথা বলব, এত দ্রুত কলম ধরার কোন প্রয়োজন নেই। একটু বিশ্রাম নিয়ে নিজেকে গুছিয়ে নাও।
প্রণাম নিও