11-04-2023, 12:17 AM
(10-04-2023, 01:11 PM)Kallol Wrote: বড়বৌদি একটা নতুন দিক তুলে ধরলো। নিজে দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার সময় । বহু জনপদ, ফাঁকা প্রান্তর, অনেক রাজ্য পেরিয়ে গেলে ও । কখনো বৌদির দৃস্টিতে দেখা হয়ে ওঠেনি। বর্তমানে বড়বৌদির গাছের লাউ দুটি তে, লোকের নজর পড়েছে। ও দুটো নিজের হেফাজতে রাখতে হলে, বাপান কে ঢাল হয়ে রুখে দাঁড়াতে হবে। আফসোস, বৌদির সঙ্গে মুলাকাৎ টা বড্ড ছোট হয়ে গেল । !!!!!
বৌদির দৃষ্টিতে না হোক বৌদি প্রতি দৃষ্টি দিলেই দেখা হয়ে যায় শুনেছি। বাপান বাবু আদৌ বৌদিকে রক্ষা করতে পারে কি না সেটাই হল প্রশ্নসাপেক্ষ! উত্তর সাপেক্ষও বটে, সাপেক্ষে উত্তর আর কি! তবে বিষয়টা উত্তর কালের প্রশ্ন হলেও হতে পারে কিম্বা প্রশ্নের উত্তর কাল! ও কল্লোলদা মাথাটা হঠাৎ ঘেঁটে গেল যে!!!!
ইয়ে মুলাকাত (কিংবা কাত হয়ে থাকা মুলা ) লম্বা করার ইচ্ছে বড্ড ছিল আমার (আজকাল বাজারে গরমকাল বলে মুলা কম পাওয়া যায় কিনা ), আরও কিছু গোটা পাঁচেক কথা ইনিয়ে বিনিয়ে চেয়েছিলাম বলতে আমি…চেয়েছিলাম শুধু কল্লোলে আজ কেকা মোর মুখরিত হইল না! কোই গম্ নহীঁ আগলা আপডেটে পুষিয়ে দেব!