10-04-2023, 12:07 AM
(09-04-2023, 08:47 PM)anik baran Wrote: যাক ! শুরুটা বেশ ভালো ডবকাখানি দিয়েই হলো। এবার আর হতাশ হতে হবেনা বোধহয়। তবে আপডেটের গতিপ্রকৃতির উপর সবটাই নির্ভর করছে।
শেষ বোধহয় মহাবীর্য্য ভাণ্ডারে আপনার সাথে দেখা হয়েছিল, আর আজ আবার হল! মাঝের এতদিনে বহুবার আপনাকে নিজের গরীবখানায় দেখতে চেয়েছি, কিন্তু আপনি আর দর্শন দেন নি! কিন্তু, আজ আবার আপনার মন্তব্য পেয়ে আমি ভীষণ আনন্দিত। সময় হলে আবার যদি কখনও পদধূলি দেন তো বড্ডো খুশী হব।
লেখক হিসাবে কেউই চায় না পাঠককে হতাশ করতে, আমিও চাই না। চেষ্টা করব যাতে আপডেটের গতিপ্রকৃতি এমন থাকে যেন হতাশা না আসে।
আবার আসবেন কোন এক শনিবার সন্ধেয় বা রবিবার সকালে, যেদিন মহাবীর্য/মহাবীর্য্য আপনাকে নতুন কোন কাহিনী শোনাবে।