09-04-2023, 10:57 PM
মাইরি বলছি! ওই শুরুর দিকের প্রতিটা লাইন পড়ে মনে হচ্ছিলো এ যে সেই চারমিনার হাতে ৬ ফুটের গুরুগম্ভীর গলার লোকটা আর তার সাগরেদ পাঁচ সাতের ছেলেটার মধ্যেকার আলোচনা শুনছি। ঠিক যেমন পুরী যাবার পথে কিংবা ঘুরঘুটিয়ায় যাবার পূর্বে দুজনের আলোচনা হতো। সেই লেভেলের লেখাই কিন্তু ফুটিয়ে তুলছো ভায়া। একটুও বাড়িয়ে বলছিনা। ওই বর্ণনা যা দিলে উফফফফফ। তোমার হাতে রহস্য গল্প দারুন ফুটবে সেটা বুঝতে অসুবিধা হয়না।
আর যদি পর্বের একেবারে নিচের অংশের কথা বলি সেখানে আবার যৌনতার সুড়সুড়ি অনুভূতি করবে সবাই। একটা অবৈধ অনৈতিক ইচ্ছা অজান্তেই জাগিয়ে তুলবে মানব মস্তিস্কতে।
তাই আমিও মগন লালের মতন বলি - নাজুক নাজুক! ♥️♥️
আর যদি পর্বের একেবারে নিচের অংশের কথা বলি সেখানে আবার যৌনতার সুড়সুড়ি অনুভূতি করবে সবাই। একটা অবৈধ অনৈতিক ইচ্ছা অজান্তেই জাগিয়ে তুলবে মানব মস্তিস্কতে।
তাই আমিও মগন লালের মতন বলি - নাজুক নাজুক! ♥️♥️